অর্ণব দাস, বারাকপুর: সোদপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে নিরাপত্তারক্ষীর জন্মদিন পালন। একাধিক লোক নিয়ে এটিএমে প্রবেশ। করা হল ভিডিও। যা সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের নাম। যার পরই এটিএমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্নের মুখে তৃণমূল নেতার ভূমিকাও।
সোদপুর এইচবি টাউন এলাকায় এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম রয়েছে। এটিএমটির নিরাপত্তা রক্ষী রয়েছেন। সেখানেই খড়দহ পাতুলিয়া পঞ্চায়েতের তৃণমূল সদস্য আশিস চক্রবর্তী দলবল নিয়ে প্রবেশ করেন। কেক কেটে জন্মদিন পালন করা হয় নিরাপত্তা রক্ষীর। কিন্তু প্রশ্ন উঠছে এটিএমের মতো সুরক্ষিত জায়গায় যেখানে একজনের অধিক মানুষের প্রবেশের নিষেধ, সেখানে কী করে একসঙ্গে একাধিক ব্যক্তি প্রবেশ করলেন। তারপর এটিএমের ভিতরে ভিডিও করা হল। তা আবার ছড়িয়ে পড়ল সামাজিক মাধ্যমে।
যেভাবে রাজ্যর বিভিন্ন জায়গায় সাইবার ক্রাইম, এটিএম জালিয়াতির ঘটনা বেড়েই চলেছে সেখানে কী করে এমনকাণ্ড ঘটালেন তৃণমূল নেতা। এটিএমের মতো জায়গায় অধিক সংখ্যক লোক ঢুকিয়ে জন্মদিন পালন নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনায় মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “যে নিরাপত্তা রক্ষীর জন্মদিন পালন হয়েছে তিনি ছুটি চেয়েছিলেন। কিন্তু ছুটি পাননি বলে বন্ধুরা গিয়েছিলেন। কিন্তু এভাবে এটিএম কাউন্টারে জন্মদিন পালন করা যায় না। একথা ওদের বলেছি। ওরাও ভুল বুঝতে পেরেছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.