Advertisement
Advertisement
Bankura

সোনামুখীতে দুষ্কৃতীদের গুলিতে ‘খুন’ তৃণমূল নেতা, চাঞ্চল্য বাঁকুড়ায়

দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

TMC leader murdered in Bankura

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:August 11, 2025 11:10 pm
  • Updated:August 12, 2025 12:34 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুষ্কৃতী হামলায় ‘খুন’ হলেন বাঁকুড়ার তৃণমূল নেতা। সোমবার রাতে এই ঘটনা ঘটে বাঁকুড়ার চকাই এলাকায়। মৃতের নাম সেকেন্দার খান( ৪২) ওরফে সায়ন শেখ। তিনি এলাকার শাসক দলের বুথ সভাপতি ছিলেন বলে খবর। ঘটনা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়ায়। সোনামুখী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement

জানা গিয়েছে, এলাকায় তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবেই পরিচিত এই সেকেন্দার। এলাকার ভোটের দায়িত্বও তিনি সামলান বলে খবর। প্রতিদিন সন্ধেবেলা এই তৃণমূল নেতা বাজার এলাকায় পরিচিত-বন্ধুবান্ধবদের সঙ্গে গল্পগুজব করতে যান। আজ, সোমবারও তিনি সেখানে গিয়েছিলেন। রাতে বাড়ি ফিরছিলেন সেকেন্দার খান। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি করা হয় বলে খবর। স্থানীয়দের কথা অনুসারে, তুলনামূলক ফাঁকা জায়গায় দুষ্কৃতীরা বাইকে করে এসে তাঁকে ঘিরে ধরে। মোট তিন রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই তৃণমূল নেতা। দুষ্কৃতীরা পালিয়ে যায় এলাকা ছেড়ে।

রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে থাকেন সেকেন্দার খান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে। ঘটনাস্থলে তিনি মারা যান বলে খবর। ওই তৃণমূল নেতার মাথায় ও পিঠে গুলি লেগেছে বলে খবর। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দ্রুত ঘটনাস্থলে যায় সোনামুখী থানার বিশাল পুলিশ বাহিনী। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারির দাবিতে উত্তেজনা ছড়ায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। কিন্তু কী কারণে এই খুন? রাজনৈতিক কারণ নাকি ব্যক্তিগত কোনও বিবাদ? দুষ্কৃতীরা কি আগে থেকেই ওই তৃণমূল নেতার পিছু নিয়েছিল? নাকি আগে থেকে জায়গা রেইকি করা ছিল? সেসব প্রশ্ন উঠেছে। পুলিশ সব দিক খতিয়ে দেখছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ