Advertisement
Advertisement

Breaking News

TMC

কলেজে বেলি ডান্সারের সঙ্গে জামাল কুদু! ভাইরাল ভিডিও নিয়ে কী বলছেন তৃণমূলের প্রাক্তন ছাত্রনেতা?

যা নিয়ে শুরু রাজনৈতিক তরজা।

TMC leader seen shaking legs with russian belly dancer in kolkata
Published by: Subhankar Patra
  • Posted:July 11, 2025 4:33 pm
  • Updated:July 11, 2025 6:46 pm  

অর্ণব দাস, বারাকপুর: বিতর্কে তৃণমূলের আরও এক প্রাক্তন ছাত্রনেতা। সোশাল মিডিয়ায় ভাইরাল মাথায় গ্লাস নিয়ে জামাল কুদু গানে তাঁর বেলি ডান্সের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে তিনি বেলি ডান্সারের সঙ্গে নাচছেন। মাথায় গ্লাস। তাতে রয়েছে তরল (যা মদ বলেই অভিযোগ)।যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। যা নিয়ে শুরু রাজনৈতিক তরজা।

Advertisement

তৃণমূলের প্রাক্তন এই ছাত্রনেতার নাম চিরঞ্জীব ওরফে রানা বিশ্বাস। তিনি বেলঘরিয়ায় এক কলেজের প্রাক্তন ছাত্র। ভিডিওটি ভাইরাল হতেই ফের প্রশ্ন ওঠে, শিক্ষা প্রতিষ্ঠানে কী করে এমনটা চলতে পারে? কলেজ কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দিয়েছে এই নাচের ভিডিও তাঁদের প্রতিষ্ঠানেরই নয়। আধিকারিক বলেন, “আমি একটা ভিডিও দেখলাম। যা আমাদের কলেজের বলেই দাবি করা হচ্ছে। তা পুরোপুরি মিথ্যে। ভিডিওটিতে যে জায়গা দেখা যাচ্ছে, তা কলেজের  নয়। এই রকম কোনও অনুষ্ঠান কলেজে হয়নি।”

তিনি আরও জানান, “আমি কলেজের দায়িত্ব নিই ২০২১ সালে। আমি দায়িত্ব নেওয়ার পর প্রথম ফেস্ট হয় জানুয়ারি মাসে। তা খোলা মাঠে, সকল পড়ুয়া তাতে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে দায়িত্ব নিয়ে সকল পড়ুয়াকে কলেজ থেকে বার করে বাড়ি গিয়েছিলাম। যে ভিডিওটি কলেজের বলে দাবি করা হচ্ছে তা কলেজেরই নয়। কেউ ব্যক্তিগত ভাবে বাইরে কী করেছেন তার দায় কলেজের নয়।”

কলেজের বিজ্ঞপ্তি।

প্রাক্তন ছাত্রনেতা রানা বিশ্বাসও দাবি করেছেন ভিডিওটি ওই কলেজের নয়। তিনি নিজেই জানিয়েছেন, ভিডিওটি প্রায় বছর দেড়েক পুরনো। একটি অনুষ্ঠানে তিনি নেচেছিলেন। কিন্তু এই বেলি ডান্সের ভিডিও ভাইরাল হওয়ায় ছাত্র সমাজের কাছে কি খারাপ বার্তা যাচ্ছে না? এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে রানা বলেন, “ছাত্র সমাজ এই ভিডিও কেমনভাবে নিচ্ছে সেটা তাদের জিজ্ঞাসা করতে হবে। তাহলে তো যাঁরা বেলি ডান্স করেন তাঁরা খুব ভুল করছেন।” তিনি আরও জানান, “আমি কোনও নেশা করি না। আমার প্রতিবেশীদের জিজ্ঞাসা করতে পারেন। ওই গ্লাসে মদ ছিল বলে দাবি করা হচ্ছে, কেউ কি দেখেছেন কী ছিল? তাছাড়া কলেজের কথা বলা হলেও ওটা কোনও কলেজের ভিডিওই নয়।” সেই সঙ্গেই তাঁর বক্তব্য, ”রাজনৈতিক ব্যক্তিত্বরা কোনও অনুষ্ঠানে নাচগান করতে পারবেন না! এইরকম রাজনীতি চাই না।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement