Advertisement
Advertisement
TMC

তৃণমূল নেতাকে গুলি: গ্রেপ্তার কোচবিহার উত্তরের বিজেপি বিধায়কের ছেলে ও গাড়ির চালক

বৃহস্পতিবার রাতে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চলে।

TMC leader shootout case: Son and driver of Cooch Behar North BJP MLA arrested

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:July 4, 2025 2:21 pm
  • Updated:July 4, 2025 3:00 pm  

বিক্রম রায়, কোচবিহার: কোচবিহার-২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দেকে গুলি কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। গ্রেপ্তার কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছোট ছেলে দীপঙ্কর রায়। সঙ্গে গাড়ির চালক উত্তম গুপ্তকেও গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, ঘটনায় বিজেপি বিধায়কের গাড়ি ব্যবহার করা হয়েছে সেই সন্দেহে গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে তৃণমূল নেতা রাজুকে লক্ষ্য করে গুলি চলে বলে অভিযোগ। গুলিটি লাগে তাঁর ডান কাঁধে। অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতী গুলি চালিয়েছে। তদন্তে নামে পুলিশ। প্রাথমিক তদন্তে এই ঘটনায় কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায়ের ছেলেদের যুক্ত থাকার সম্ভাবনা উঠে আসে। বিধায়কের বড় ছেলেকে থানায় নিয়ে যাওয়া হয়। খোঁজ চলছিল ছোট ছেলে দীপঙ্কের। আজ, শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার রাতে ঝিনাইডাঙা থেকে ফিরছিলেন তৃণমূল নেতা রাজু দে। অভিযোগ, সেই সময় একটি গাড়িতে করে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি লাগে তাঁর ডান কাঁধে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাজু। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে তাঁর।

তৃণমূলের দাবি করে এই হামলা চালিয়েছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি। স্থানীয় বিজেপি নেতাদের কথায়, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা। এর সঙ্গে বিজেপির কোনও নেতা-কর্মীর কোনও যোগ নেই। তবে তদন্তে নেমে ঘটনাস্থল ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছোট ছেলে ও গাড়ির চালককে গ্রেপ্তার করল পুলিশ। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement