Advertisement
Advertisement
Kaliganj

উপনির্বাচনেও এগিয়ে TMC, কালীগঞ্জে বিজেপি-কংগ্রেসকে পিছনে ফেললেন প্রয়াত বিধায়কের মেয়ে

সকাল ৮টা থেকে কড়া প্রহরায় শুরু হয়েছে ভোটগণনা।

TMC leads in by-elections in Kaliganj over BJP and Congress candidates
Published by: Sucheta Sengupta
  • Posted:June 23, 2025 8:59 am
  • Updated:June 23, 2025 9:21 am  

সঞ্জিত ঘোষ, নদিয়া: প্রত্যাশামতোই ফলাফলের পথে কালীগঞ্জ। উপনির্বাচনেও এগিয়ে শাসক শিবির। বিজেপি ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীকে পিছনে ফেলে প্রথমবারের জন্য বিধানসভার দৌড়ে প্রয়াত বিধায়ককন্যা আলিফা আহমেদ। সোমবার সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে শুরু হয়েছে গণনা। প্রথমে পোস্টাল ব্যালট গণনা চলছে। মোট ২৩ রাউন্ড গণনা হবে বলে খবর। তাতে প্রথম কয়েক দফায় এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ।

কড়া প্রহরা গণনাকেন্দ্রে। নিজস্ব ছবি।

পোস্টাল ব্যালট গণনার প্রাথমিক ধাপে পিছিয়ে বিজেপির আশিস ঘোষ, বাম সমর্থিত কংগ্রেসের কাবিলউদ্দিন শেখ। কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ওরফে লালের অকালপ্রয়াণে গত ১৯ জুন এখানে শান্তিপূর্ণভাবে উপনির্বাচন হয়েছে। ভোটদানের সার্বিক হার ছিল ৭২ শতাংশের সামান্য বেশি। আজ ফলপ্রকাশ।

২০২১ সালে এই কেন্দ্র থেকে ৪৭ হাজারের বেশি ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে পরাজিত করেছিলেন তৃণমূলের নাসিরউদ্দিন আহমেদ। তাঁর কন্যা আলিফার কাছে বড় চ্যালেঞ্জ সেই ব্যবধান পেরিয়ে যাওয়া। শাসক শিবির এখানকার উপনির্বাচনের লড়াইয়ে এগিয়ে দিয়েছিল আলিফাকে। আর প্রথম দিন থেকেই আত্মবিশ্বাসী জেলা পরিষদের প্রাক্তন সদস্য। প্রচারেও তাঁকে বারবার বলতে শোনা গিয়েছে, বাবার চেয়ে বেশি মার্জিনে জিতবেন।নিজেকেই কার্যত চ্যালেঞ্জ করেছিলেন ৩৮ বছর বয়সী আলিফা আহমেদ। এখন দেখার, সেই চ্যালেঞ্জ জিততে কতটা সক্ষম হন তিনি।

এদিকে, বিরোধী শিবিরে প্রার্থী নির্বাচনে প্রথমে সিপিএম-কংগ্রেসের মধ্যে সমঝোতায় জটিলতা তৈরি হয়। তবে পরে শীর্ষ নেতৃত্ব আলোচনা করে সর্বসম্মতিক্রমে কংগ্রেসের কাবিলউদ্দিন শেখকে প্রার্থী করা হয়। কিন্তু জনমানসে তিনি তেমন প্রভাব ফেলতে পারেননি বলেই ইঙ্গিত ভোটবাক্সে। আর বিজেপি প্রার্থী, এলাকারই ভূমিপুত্র আশিস ঘোষ। ভোটের দিন তাঁকে ঘিরে বিতর্ক তৈরি হয়। ভোট দিয়ে মধ্যমা প্রদর্শন নিয়ে সেই বিতর্ক। সোমবার ভোটগণনার প্রথম কয়েক রাউন্ডে ইঙ্গিত,কংগ্রেসের প্রার্থীর সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য কড়া টক্কর চলছে তাঁর। ২৩ রাউন্ড গণনা শেষে চূড়ান্ত ফলাফল কী হবে, তার জন্য অবশ্য কিছুক্ষণের অপেক্ষা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement