Advertisement
Advertisement
Jiban Krishna Saha

চিত্রনাট্যের পুনরাবৃত্তি! সিবিআইয়ের মতো ইডিকে দেখেও ফোন পুকুরে ফেললেন জীবনকৃষ্ণ

নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি।

TMC MLA Jiban Krishna Saha Again Throws Phone in Pond to Evade ED
Published by: Sucheta Sengupta
  • Posted:August 25, 2025 11:50 am
  • Updated:August 25, 2025 2:28 pm  

সংবাদ প্রতিদিন ব্যুরো: দু’বছর আগেকার চিত্রনাট্যের পুনরাবৃত্তি দেখা গেল মুর্শিদাবাদের বড়ঞার আন্দি গ্রামে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩ সালে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। সেবার তদন্তকারীদের থেকে তথ্য গোপন করতে নিজের দুটি দামি ফোন পুকুরে ছুড়ে ফেলেছিলেন বিধায়ক। যদিও সেই ফোন উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। আর সোমবার ইডিকে বাড়িতে আসতে দেখে তিনি একই কাজ করলেন বলে খবর।

Advertisement

শোনা যাচ্ছে, এদিনও ফোন পুকুরে এবং ঝোপে ফেলে বিধায়ক পালানোর চেষ্টা করেন। তবে সিআরপিএফ জওয়ানরা তাঁকে ধরে ফেলেন। উদ্ধার করা হয় মোবাইল ফোনও। মুখোমুখি বসিয়ে ইডি আধিকারিকরা জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করেন। বারবার তদন্তকারীদের এড়াতে বিধায়কের একই ধরনের কাজে প্রশ্ন উঠছে, মোবাইলে কী এমন আছে, যা বারবার তিনি গোপন করার চেষ্টা করছেন? সকাল থেকে টানা প্রায় ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলছে। ইডি সূত্রে খবর, জীবনকৃষ্ণ সাহা তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন না। ফোনের লক খোলার পাসওয়ার্ডও নাকি বলতে অস্বীকার করেছেন। যদি ইডির দক্ষ আধিকারিকরা লক খুলে কললিস্ট পরীক্ষা করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিও রেকর্ডিং হয় বলেও খবর।

এদিকে, সোমবার মুর্শিদাবাদ, বীরভূমের পাশাপাশি সাতসকালে পুরুলিয়াতেও ইডি হানা দিয়েছে। পুরুলিয়া শহরের ৫ নম্বর ওয়ার্ডের হুচুকপাড়া এলাকায় প্রসূন রায় নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডির একটি দল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়োগ মামলা সংক্রান্ত বিষয়ের তদন্তেই ওই বাড়িতে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে, ওই বাড়িটি প্রসূন রায়ের শ্বশুরবাড়ি। তিনি ওই বাড়িতে প্রায় আসতেন। তদন্তের স্বার্থে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই বাড়ি ঘিরে রেখেছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement