অর্ণব দাস, বারাসত: আগামী সপ্তাহ থেকে চালু হতে চলেছে শিয়ালদহ-রানাঘাট ভায়া বারাসত, বনগাঁ এসি লোকাল ট্রেন পরিষেবা। কিন্তু এসি লোকাল দাঁড়াবে না অশোকনগর স্টেশনে। এই খবরে বাসিন্দা থেকে নিত্যযাত্রীরা অসন্তুষ্ট হতেই মঙ্গলবার দলীয় কর্মীদের নিয়ে স্টেশন ম্যানেজারের কাছে কারণ জানার পাশাপাশি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী।
উল্লেখ্য, শিয়ালদহ বনগাঁ শাখার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হল অশোকনগর। নিত্যদিন বহু যাত্রী এই স্টেশন থেকে ট্রেনে যাতায়াত করেন। এসি লোকাল ট্রেন চালু নিয়ে আশায় বুক বেঁধেছিলেন অশোকনগরের নিত্যযাত্রীরা। কিন্তু অশোকনগর স্টেশনে এসি লোকাল ট্রেন না দাঁড়ানোর খবরে আশাহত হতে হয়েছিল তাদের। নিত্যযাত্রীদের ক্ষোভের কথা তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর কাছে পৌঁছতেই এদিন দলীয় কর্মীদের নিয়ে অশোকনগরের স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করে বিষয়টি জানতে চান তিনি। স্টেশন ম্যানেজার বিধায়ককে জানান, তিনিও এমনটা শুনেছেন। কিন্তু সঠিক কারণ অজানা। এরপরেই ক্ষোভ প্রকাশ করেন নারায়ণ।
তিনি বলেন, “শিয়ালদহ থেকে বনগাঁর মধ্যে টিকিট কেটে যাত্রী ওঠানামার ক্ষেত্রে প্রথম সারিতে রয়েছে অশোকনগর। ফলে রেলের ক্ষেত্রেও স্টেশনটি লাভজনক। তাহলে কেন এসি লোকাল ট্রেন অশোকনগরে দাঁড়াবে না? যদি না দাঁড়ায়, তাহলে নিত্যযাত্রীদের স্বার্থে বৃহত্তর আন্দোলন হবে। সেক্ষেত্রে রেলের পরিষেবা বিঘ্নিত হলে তার দায় নিতে হবে রেল কর্তৃপক্ষকেই।” এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য সম্পর্ক আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, শুক্রবার এসি লোকাল ট্রেনের ট্রায়াল শুরু হবে। সোমবার থেকে চালু হবে। জনগণের চাহিদা এবং স্টেশন থেকে এসি লোকালের টিকিট কাটার সম্ভবনার মাপকাঠি বিচার করেই ট্রেন দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.