অর্ণব দাস, বারাকপুর: বরানগরের তারকা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বিকৃত করে সোশাল মিডিয়ায় পোস্ট। এই কাজের নেপথ্যে বিজেপি আইটি সেলের কারসাজিই দেখছেন তারকা বিধায়ক। ইতিমধ্যে এই বিষয়ে থানায় অভিযোগ দায়েরও করেছেন তিনি।
মঙ্গলবার দক্ষিণ বরানগর তৃণমূল কংগ্রেসের ডাকে বিটি রোড লাগোয়া একটি অনুষ্ঠান কক্ষে বিজয়া সম্মেলনের আয়োজন হয়। সেখানে বক্তব্য রাখার সময় এসআইআর প্রসঙ্গ থেকে আগামী বিধানসভা নির্বাচনে ৩৫ হাজারের বেশি ভোটে জয়লাভের টার্গেট বেঁধে দেন সায়ন্তিকা। তারকা বিধায়ক বলেন, “নিজেদের মধ্যে সমস্ত মনোমালিন্য ভুলে গিয়ে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, গত লোকসভা ও বিধানসভার উপনির্বাচনে ফলাফল কিন্তু খুব ভালো হয়নি। আগে যখন আমরা ৩৫হাজার ভোটে জিততে পেরেছি, আগামীতেও পারব। এই লক্ষ্যেই আমাদের চলতে হবে। কারণ, আগামী নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য জয়ী করার নির্বাচন।” বলে রাখা ভালো, একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল বরানগর থেকে কমবেশি ৩৫ হাজার ভোটে জয়ী হলেও চব্বিশের উপনির্বাচনে ব্যবধান কমে ৮ হাজার ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
বুধবার সকাল থেকেই দেখা যায় একটি স্বনামধন্য টিভি চ্যানেলের লোগো ব্যবহার করে বিধায়কের বক্তব্যকে বিকৃত করে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এনিয়ে চাঞ্চল্য ছড়াতেই তৃণমূলের কর্মী-সমর্থকরা সমাজমাধ্যমে এর প্রতিবাদে সরব হন। বিধায়ক নিজেও সমাজমাধ্যমে পালটা লেখেন, এই মানসিকতার মানুষগুলোই হয়তো উত্তরপ্রদেশের উন্নাও, হাথরস ঘটিয়েছে। এই প্রসঙ্গে ফোনে সায়ন্তিকা বলেন, “স্বনামধন্য মিডিয়া হাউজের লোগো ব্যবহার করে কুরুচিকর এই পোস্ট করা হয়েছে যাতে মানুষ বিশ্বাস করে। থানায় এনিয়ে অভিযোগ জানিয়েছি। এই নোংরামি, অসভ্যতা বিজেপির আইটি সেলের কাজ। যতটুকু খবর পেয়েছি মেদিনীপুর থেকে এই পোস্ট শেয়ার হয়েছে।” এনিয়ে উত্তর শহরতলি জেলা বিজেপির সভাপতি চণ্ডীচরণ রায় জানান, “বিজেপি কখনও মহিলাদের সম্পর্কে কুরুচিকর আচরণ, মন্তব্য করে না। আমরা এর বিরুদ্ধে। তাই এক্ষেত্রে বিজেপির আইটি সেলের নাম জড়ানো ভিত্তিহীন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.