Advertisement
Advertisement
Abhishek Banerjee

নজর চিকিৎসা পরিষেবায়, ডায়মন্ড হারবার জুড়ে স্বাস্থ্য শিবিরের ঘোষণা অভিষেকের

শনিবার আমতলার দলীয় কার্যালয়ে বিজয়া সম্মিলনী থেকে নয়া কর্মসূচির রূপরেখাও ঠিক করে দিলেন সাংসদ।

TMC MP Abhishek Banerjee announces a large number of medical camps in Diamond Harbour
Published by: Sucheta Sengupta
  • Posted:November 9, 2024 9:14 pm
  • Updated:November 9, 2024 9:29 pm   

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: চিকিৎসার জন্য দীর্ঘদিন বাইরে ছিলেন। নিজের সংসদীয় এলাকা থেকে ছিলেন অনেকটা দূরে। কিন্তু ফিরে আসামাত্রই ছুটে এলেন ডায়মন্ড হারবারে। শনিবার আমতলায় নিজের কার্যালয়ে বিজয়া সম্মিলনীতে যোগ দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষ থেকে দলের নেতা-কর্মীরা ঘিরে ধরেন তাঁকে। অভিষেকও তাঁদের সকলের সঙ্গে জনসংযোগ সারেন। ঘোষণা করেন নতুন কর্মসূচি। চিকিৎসা পরিষেবায় বাড়তি নজর দিয়ে এবছর এমপি কাপ টুর্নামেন্টের বদলে ডায়মন্ড হারবার জুড়ে স্বাস্থ্য শিবিরে কথা বলেন। তৈরি করে দিলেন রূপরেখাও।

Advertisement

শনিবার বিকেল চারটে থেকে রাত প্রায় আটটা পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন আমতলার দলীয় কার্যালয়ে। এতদিন পর সাংসদকে কাছে পেয়ে শুভেচ্ছায় ভরিয়ে দেন সকলে। ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাত বিধানসভার বিধায়ক, পুরপ্রতিনিধি, কর্মী, সমর্থকরা। তাঁদের সকলকে সাক্ষী রেখে অভিষেক নতুন কর্মসূচির ঘোষণা করেন। জানান, এবারও এমপি কাপ টুর্নামেন্ট হবে না। তার বদলে এলাকা জুড়ে স্বাস্থ্য শিবির করা হবে। ডিসেম্বরের ১০ থেকে ১৫ তারিখের মধ্য়ে প্রস্তুতি শেষ করে শিবির চালু করতে হবে। 

বড় আকারে এই কর্মসূচি হতে চলেছে বলে জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কীভাবে হবে কাজ? তার রূপরেখা ঠিক করে অভিষেক জানিয়েছেন, ৩০ থেকে ৪৫ দিন ধরে স্বাস্থ্য শিবিরগুলি চলবে। ডায়মন্ড হারবারের ৭ বিধানসভা কেন্দ্রে আড়াইশো থেকে ৩০০ স্বাস্থ্য শিবির খুলতে হবে। প্রতিদিন সেখানে চিকিৎসা করবেন ৫০০ থেকে ৬০০ জন ডাক্তার। স্থানীয় বাসিন্দারা এখানে এসেই সবরকম স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন নিখরচায়। আলাদা করে টেস্ট রুমও থাকবে। এর মাধ্যমে এলাকায় ব্যাপকভাবে চিকিৎসা পরিষেবা মিলবে বলে মনে করেন সাংসদ।

উল্লেখ্য, করোনাকালে অভিষেকের উদ্যোগেই পরিচিত হয়েছিল ‘ডায়মন্ড হারবার মডেল’। যেখানে স্বাস্থ্য শিবির তৈরি করে সাধারণ মানুষজনকে করোনা পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা দেওয়া হতো। পরবর্তীতে তার সুনাম করেছে কেন্দ্রও। এবার আবারও সেই চিকিৎসা পরিষেবাকেই আরও উন্নত করে তুলতে অভিষেকের পরামর্শ, সংসদীয় এলাকা জুড়ে এত স্বাস্থ্য শিবির।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ