Advertisement
Advertisement

Breaking News

Gaighata

বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যা! বেধড়ক মার, শ্লীলতাহানির অভিযোগ

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

TMC panchayat members attacked while trying to resolve dispute in Gaighata

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:May 11, 2025 3:20 pm
  • Updated:May 11, 2025 3:20 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ধান শুকোতে দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। অভিযোগ, সেই বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত হলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। অভিযোগ, বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করা হয়েছে। আক্রান্ত ওই পঞ্চায়েত সদস্যা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার বনগাঁর গাইঘাটা এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, গাইঘাটার দুই পরিবারের মধ্যে এদিন সকালে ধান শুকোতে দেওয়া নিয়ে বিবাদ শুরু হয়। নিখিল পাল, শুভঙ্কর পাল ও দীপঙ্কর পাল সম্পর্কে তিন ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল। সেই বিবাদ মেটাতে গিয়েছিলেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যা। অভিযোগ, তিন ভাই নিজেদের মধ্যে বিবাদ থামিয়ে তাঁর দিকে তেড়ে যান। শুধু তাই নয়, ওই মহিলাকে মাটিতে ফেলে চুলের মুটি ধরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। শ্লীলতাহানিও করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয়রা সেখানে গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযুক্তদের নামে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় পঞ্চায়েতের কাছেও এই বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা। পালটা দাবি, তাদের মারধর করেছেন ওই পঞ্চায়েত সদস্যা। তিন ভাইও একইভাবে পঞ্চায়েতে অভিযোগ জানিয়েছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান এ বিষয়ে বলেন, “দু’পক্ষ আমার কাছে এসেছিল। তাঁদের অভিযোগ জানিয়েছে। আমরা তদন্ত করে দেখছি।”

 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement