সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুরে বাংলায় ভাষণ দিয়ে বক্তৃতা শুরু করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু এই বাংলা বলার অপরাধে ভিন রাজ্যে লাঞ্ছিত বাংলার শ্রমিকরা। তাতেই তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে পোস্ট, ‘প্রধানমন্ত্রী আপনি বাংলায় বক্তৃতা শুরু করেছেন তা খুব ভালো। কিন্তু আপনাকেও ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না তো?’
PM , it’s great that you started your speech in Bengali. Should we be worried you’ll be sent to detention too?
— All India Trinamool Congress (@AITCofficial)
শমীক ভট্টাচার্য সভাপতি হওয়ার পরই পরিবর্তনের ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল। দুর্গাপুরের সভা থেকে বঙ্গ বিজেপির বঙ্গীয়করণে কার্যত সিলমোহর দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্গাপুরের সভার শুরুতে প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল না রামনাম। বরং ‘খাঁটি বাঙালি’র মতো বাংলায় ভাষণ শুরু করে মা দুর্গা এবং মা কালীর নাম নিলেন প্রধানমন্ত্রী (PM Modi)। বললেন, “বড়রা আমার প্রণাম নেবেন। ছোটরা ভালোবাসা। জয় মা কালী। জয় মা দুর্গা।” মোদির এই বাংলা ‘প্রীতি’কে কটাক্ষ করেছে তৃণমূল। কিন্তু কেন?
সম্প্রতি, বাঙালি শ্রমিকরা বাংলা বলার অপরাধে দেশের বিভিন্ন প্রান্তে লাঞ্ছিত হচ্ছেন। বাংলা বলার অপরাধে তাঁদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে! রাখা হচ্ছে আলাদা ডিটেনশন ক্যাম্পে। তুলনা টানা হচ্ছে রোহিঙ্গাদের সঙ্গেও। কোথাও ধরপাকড়, কোথাও বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, কোথাও কর্মক্ষেত্রে হেনস্তা। সব ক্ষেত্রেই কাঠগড়ায় তোলা হচ্ছে বিজেপিকে।
যার প্রতিবাদে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার শ্রমিকদের প্রতি অবিচার তিনি মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। প্রয়োজনে সারা দেশজুড়ে তিনি এর প্রতিবাদ করবেন বলে জানিয়েছেন। যদি ক্ষমতা থাকে তাঁকে আটক করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা।
সেই আবহে ২০২৬ বিধানসভার আগে নরেন্দ্র মোদি দুর্গাপুরের সভায় ভাঙা ভাঙা বাংলায় সাধারণ মানুষের কাছে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন নজর কেড়েছে। তাতেই প্রতিবাদ করে তৃণমূলের এক্স হ্যান্ডেলে পোস্ট , ‘বাংলায় বক্তৃতা শুরু করেছেন তা খুব ভালো। কিন্তু আপনাকেও ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না তো?’
PM , your “garjana” won’t hide the nationwide persecution on Bengalis!
— All India Trinamool Congress (@AITCofficial)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.