Advertisement
Advertisement
TMC

হুগলিতে সবুজ ঝড়, ৪টি সমবায় সমিতির নির্বাচনে জয়ী ঘাসফুল শিবির

কী বলছে বিরোধীরা?

TMC wins 4 Co operative election
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 30, 2025 3:47 pm
  • Updated:June 30, 2025 4:41 pm   

সুমন করাতি, হুগলি: হুগলিতে ফের সবুজ ঝড়। আরও ৪টি সমবায় সমিতির নির্বাচনে জয়ী ঘাসফুল শিবির। ফল স্পষ্ট হতেই আবির খেলায় মেতেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তৃণমূল ব্লক সভাপতির কথায়, “তৃণমূলের দূর্গে পরিণত হয়েছে পাণ্ডুয়া। এই ফলাফলেই স্পষ্ট বিধানসভার রেজাল্ট।”

Advertisement

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক সমবায় নির্বাচন হচ্ছে। অধিকাংশই থাকছে তৃণমূলের দখলে। হুগলির পাণ্ডুয়ার চারটি সমবায়ের নির্বাচন হয়। চারটিতেই জয়লাভ করল তৃণমূল। পাণ্ডুয়ার দেপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বারোটি আসনের মধ্যে ১২টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল। মাগুরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট আসন সংখ্যা ৯। এখানে সিপিএম ও তৃণমূলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। বিজেপি কোনও প্রার্থী দিতে পারেনি। বামকে পিছনে ফেলে নটি আসনেই জয়লাভ করেছে তৃণমূল।

পাকরি রাধানগর কৃষি উন্নয়ন সমিতির মোট আসন সংখ্যা ৭৭ টি। তার মধ্যে তৃণমূল জয়লাভ করে ৪৭ টি আসনে। বিজেপি জিতেছে ১৩ টি আসনে। সিপিএম জয়লাভ করে ১৪ টি আসনে। তিনটি আসনে কেউই প্রার্থী দেয়নি। এদিকে নান্দিন সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট আসন সংখ্যা ৫০টি। তার মধ্যে তৃণমূল জয় লাভ করে ৩৪টি আসনে, সিপিএম জয়লাভ করে একটি আসনে ও বিজেপি জয়লাভ করে ১৫ টি আসনে।

ফলাফল প্রসঙ্গে পাণ্ডুয়ার ব্লক তৃণমূলের সভাপতি আনিসুল ইসলাম বলেন, পাণ্ডুয়া ব্লকে যে সমবায় নির্বাচন হচ্ছে তাতে বিরোধীরা অনেক জায়গায় প্রার্থী দিতেই পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে চাষিরা উপকৃত হয়েছেন। তাই আমরা বিপুল ভোটে জয়লাভ করছি। বিজেপি মণ্ডল সভাপতি অভিষেক আদক বলেন, “নন্দিন গ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে আমরা ১৯ আসনের প্রার্থী দিয়েছিলাম। তার মধ্যে ১৫ তে জয়লাভ করেছি। বিধানসভা নির্বাচনে আমরা আরও ভালো ফল করব।” সিপিআইএমের পাণ্ডুয়ার প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন বলেন, “নির্বাচনের আগে মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে হুমকি, ভয় দেখানো সবকিছু করেছে তৃণমূল। তারপরও যেখানে ভোট হয়েছে সেখানে খুব কম ব্যবধান। মানুষের রায় দিলে তৃণমূল থাকবে না।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ