স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: রাজ্যের আরও এক সমবায় সমিতির নির্বাচনে সবুজ ঝড়। বড়জোড়া পখন্না কৃষি উন্নয়ন সমবায় সমিতির ৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস। ফলাফল প্রকাশিত হতেই বড়জোড়ার তৃণমূল কর্মী-সমর্থকরা মাতলেন অকাল হোলিতে।
বাঁকুড়ার বড়জোড়া পখন্না কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনই হয়নি। কারণ, প্রতিটি আসনে একমাত্র প্রার্থী ছিলেন তৃণমূল সমর্থিত প্রতিনিধিরা। ফলে ভোটগ্রহণ ছাড়াই সব আসনে জয় পায় শাসকদল। তাই শনিবার বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসে কর্মীরা সবুজ আবির খেলায় মাতেন। অনুষ্ঠানটির নেতৃত্বে ছিলেন ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখোপাধ্যায়। সেখানে উপস্থিত বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, “মানুষের আস্থা এবং কর্মীদের অক্লান্ত পরিশ্রমেই এই ফল পেয়েছি। কোনও হিংসা বা সংঘাত ছাড়াই ফল প্রকাশিত হয়েছে, তাই এটা গণতন্ত্রের পক্ষেই ইতিবাচক বার্তা।”
বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজিত আগস্থি বলেন, “মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে, প্রার্থী দিতে না দিয়ে শাসকদল গণতন্ত্রকে হত্যা করেছে। এর বিরুদ্ধে আমরা আইনত এবং রাজনৈতিকভাবে প্রতিবাদ জানাব।” সিপিএম নেতা সুজয় চৌধুরীর কথায়, “নির্বাচনে শাসকদলের হুমকি, ভয় দেখানো ও মনোনয়ন জমা দেওয়ার সুযোগ না দেওয়ার ঘটনা ফের প্রমাণ করল, মানুষের অধিকার কতটা বিপন্ন।” ব্লক সভাপতি কালিদাস মুখোপাধ্যায় জানান, “জনতার পাশে থেকে কাজ করেছি বলেই মানুষ আমাদের উপর ভরসা রেখেছে। বড়জোড়া ব্লকে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এই জয় আমাদের আরও শক্তি দেবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.