Advertisement
Advertisement
Sandeshkhali

‘ডাকলেই যাবে কেন?’, গভীর রাতে মিটিং নিয়ে মহিলাদেরই তোপ সন্দেশখালির তৃণমূল নেত্রীর

তৃণমূল নেত্রীর এহেন মন্তব্যের তীব্র নিন্দা করেছেন এলাকার বাসিন্দারা।

TMC woman leader slams Sandeshkhali residents on harassment allegation | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 22, 2024 5:40 pm
  • Updated:February 22, 2024 5:40 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালি (Sandeshkhali)। শেখ শাহজাহান ও তাঁর শাগরেদদের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ করেছেন এলাকার মহিলারা। যা নিয়ে উত্তাল গোটা বাংলা। এই পরিস্থিতিতে গোটা ঘটনার দায় কার্যত নির্যাতিতাদের কাঁধেই চাপালেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য অষ্টমী সর্দার। পালটা প্রশ্ন তুললেন, “ডাকলেই যাবে কেন?”

Advertisement

গত কয়েকদিনে শাহজাহান ও তাঁর শাগরেদদের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ করেছেন এলাকার মহিলারা। জানিয়েছেন, মিটিংয়ের নাম করে এলাকার মহিলাদের গভীর রাতে নাকি ডেকে পাঠানো হত পার্টি অফিসে। ভোর রাতে তাঁদের পাঠানো হত বাড়িতে। প্রতিবাদ করলে পরিবারের সদস্যদের কপালে জুটত মার। শ্লীলতাহানি, ধর্ষণের অভিযোগ প্রচুর। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন তৃণমূল পঞ্চায়েত সদস্য অষ্টমী সর্দার।

[আরও পড়ুন: স্বামীর জোরাজুরিতে ইউটিউব দেখে বাড়িতেই প্রসব! মৃত্যু মা ও সদ্যোজাতের]

অষ্টমীর কথায়, এলাকার মহিলারা রাতে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ করছেন। কিন্তু ডাকলেই মহিলারা যাবেন কেন? পরিবারের সদস্যরা মাঝ রাতে যেতে দিতেন কেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি। তাঁর কথায়, প্রাপ্ত বয়স্করা রাত ১২ টার পর কোথায় যাবেন সেটা তাঁদের সিদ্ধান্ত। অর্থাৎ গোটা ঘটনার জন্য এলাকার মহিলাদেরই দুষেছেন অষ্টমী। তৃণমূল নেত্রীর এহেন মন্তব্যের তীব্র নিন্দা করেছেন এলাকার বাসিন্দারা। তাঁদের কথায়, “অষ্টমী দি সব জেনে শুনে কীভাবে একথা বললেন জানি না। উনি যদি আমাদের মতো পরিস্থিতিতে পড়তেন তাহলে হয়তো বুঝতে পারতেন।”

[আরও পড়ুন:  আইপিএস আধিকারিককে খলিস্তানি বলার জের, শুভেন্দু ও অগ্নিমিত্রাকে সতর্ক করলেন নাড্ডা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ