Advertisement
Advertisement
BJP

বিজেপি কর্মীর কান কামড়ে ছিঁড়ে নিল তৃণমূল কর্মী! শোরগোল ধূপগুড়িতে

প্রাথমিক চিকিৎসার পর পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছেন আক্রান্ত বিজেপি কর্মী।

TMC worker allegedly bits BJP worker's ear in Dhupguri | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 9, 2024 4:34 pm
  • Updated:February 9, 2024 6:02 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: বিজেপি কর্মীর কান কামড়ে ছিঁড়ে নিল তৃণমূল কর্মী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল জলপাইগুড়ির ধূপগুড়িতে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছেন আক্রান্ত বিজেপি কর্মী।

Advertisement

আক্রান্তের নাম বিনয় রায়। ধূপগুড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই এলাকার তৃণমূল কর্মী রশিদুল রহমান এক ব্যক্তিকে উত্যক্ত করছিলেন। তাঁকে বারবার উলঙ্গ করে দেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। বিষয়টা নজরে পড়তেই প্রতিবাদ করেন বিনয়। এর পরই রশিদুলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। ক্রমেই অশান্তি বিরাট আকার নেয়।

[আরও পড়ুন: দেবের রাজনৈতিক ভবিষ্যৎ কী? জল্পনার মাঝেই অভিষেকের সঙ্গে বৈঠকে তারকা সাংসদ]

অভিযোগ, এই অশান্তির মাঝেই বিনয়ের কান কামড়ে ছিঁড়ে নেন রশিদুল। শুরু হয় রক্তপাত। তড়িঘড়ি আশেপাশের বাসিন্দারা আহত বিনয় রায়কে নিয়ে যায় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। আজ এ বিষয়ে বিনয় রায় ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[আরও পড়ুন: লোকসভা ভোটের আগে মাস্টারস্ট্রোক! ফের ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement