Advertisement
Advertisement
New Town

নিউটাউনে নাবালিকা ধর্ষণ ও খুনে আমৃত্যু কারাদণ্ড টোটোচালকের, নির্দেশ বারাসত আদালতের

৬ মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করে সাজা ঘোষণা হল বলে খবর।

Toto driver sentenced to life imprisonment for physical assault and murdering girl in Newtown
Published by: Suhrid Das
  • Posted:August 27, 2025 6:06 pm
  • Updated:August 27, 2025 6:18 pm   

অর্ণব দাস, বারাসত: নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ ও খুনে সাজা শোনাল আদালত। নিউটাউনের টোটোচালক সৌমিত্র রায় ওরফে রাজকে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনাল বারাসতের বিশেষ পকসো আদালত। আজ, বুধবার এই সাজা ঘোষণা করা হয়। সোমবার সৌমিত্র রায়কে দোষী সাব্যস্ত করেছিল আদালত। পকসো ছাড়াও ধর্ষণ ও খুনের মামলা দায়ের করা হয়েছিল। রায় শুনে স্বস্তি পেয়েছে ওই নাবালিকার পরিবার। মামলা শুরুর ৬ মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করে সাজা ঘোষণা হল বলে খবর।

Advertisement

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিউটাউনে লোহাপুল খাল সংলগ্ন জঙ্গলে গৌরাঙ্গনগরের বাসিন্দা অষ্টম শ্রেণির নিখোঁজ ওই ছাত্রীর মৃতদেহ মিলেছিল। ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল। ঘটনায় ব্যাপক শোরগোল ছড়ায়। দ্রুত ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর পুলিশ কমিশনারেট। ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের প্রমাণও মেলে। জানা গিয়েছিল, ওই ছাত্রী বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। নিউটাউন, বাগুইআটি-সহ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে থাকেন তদন্তকারীরা। এরপরেই বিভিন্ন সূত্র ও সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ টোটোচালক সৌমিত্র রায়ের সন্ধান পায়। গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাস শুরু হয়। ধারাবাহিক জেরায় অপরাধের কথা শিকার করে অভিযুক্ত।

ধৃত সৌমিত্র ওরফে রাজ, নদিয়ার রানাঘাটের বাসিন্দা। নিউটাউন আদর্শপল্লি এলাকায় ভাড়া থাকত। নিউটাউন সিটি স্কোয়ার ব্রিজের নিচের সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত চালক নাবালিকাকে নিয়ে যাচ্ছিল। সেই ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করার পর নিউটাউন পুলিশ ক্যাম্প এলাকা থেকে সৌমিত্রকে প্রথমে আটক করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে অসংগতি ধরা পড়ে। ঠিকঠাক জবাব না পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বারাসত আদালতে শুরু হয় মামলা। নজিরবিহীনভাবে ১৫ দিনের মধ্যেই অভিযুক্ত টোটো চালকের রাজের বিরুদ্ধে চার্জশিট জমা করেছিল নিউটাউন থানার পুলিশ। সেই মামলাতেই এবার আদালত সৌমিত্রকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ শোনাল আদালত। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ