সুমন করাতি, হুগলি: টোটোয় করে ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে বিপত্তি। কিছু স্প্রে করে বেহুঁশ করে মহিলাকে নিয়ে পালানোর চেষ্টা টোটোচালকের। প্রাণে বাঁচতে টোটো থেকে ঝাঁপ দেন মহিলা। বৃহস্পতিবারের এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে হুগলির চুঁচুড়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে। পরে অভিযুক্ত টোটোচালককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ব্যান্ডেলের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল থেকে ছেলেকে আনতে যাওয়ার জন্য টোটোতে উঠেছিলেন পূর্বা আশ নামে ওই মহিলা। মহিলার অভিযোগ, টোটোটি কাপাসডাঙ্গার কাছে পৌঁছতেই রাস্তা খারাপ আছে বলে টোটোচালক তাঁকে ভালো করে ধরে বসতে বলেন। এমন সময় কোনও রাসায়নিক মহিলার মুখে স্প্রে করে দেওয়া হয় বলে অভিযোগ। সেই সময় প্রাণে বাঁচতে টোটো থেকে ঝাঁপ দেন ওই মহিলা। এতে মাথায় আঘাত পান তিনি।
এদিকে সেই সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন পূর্বার পরিচিত এক মহিলা। তিনি পূর্বাকে রাস্তা থেকে উদ্ধার করেন। এরপরেই টোটোচালকের কাছ থেকে টোটোর চাবি কেড়ে নেন। স্থানীয়রা পৌঁছে টোটোচালককে ধরে ফেলেন। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। এদিকে পূর্বার পরিবারের সদস্যরা এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যান। এদিকে পুলিশ পৌঁছে অভিযুক্ত টোটোচালককে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই টোটোচালক। পুলিশ জানিয়েছে, ঠিক কী ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.