Advertisement
Advertisement
Budge Budge

লাইনচ্যুত মালগাড়ি, শিয়ালদহ-বজবজ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

প্রবল ভোগান্তিতে যাত্রীরা।

Train service disrupted in between Budge Budge-sealdah
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 8, 2025 11:47 am
  • Updated:October 8, 2025 2:45 pm   

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: অফিস টাইমে লাইনচ্যুত মালগাড়ি। যার জেরে শিয়ালদহ-বজবজ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। দীর্ঘক্ষণ দেরিতে চলছে সব ট্রেন। সব মিলিয়ে প্রবল সমস্যায় যাত্রীরা। কেউ অন্য উপায়ে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন, কেউ আবার পরিষেবা স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছেন। 

Advertisement

জানা গিয়েছে, বুধবার সকালে বজবজ স্টেশনের আগে ১৪ নম্বর রেলগেটের কাছে শিয়ালদহের কাছে আচমকা একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। তার জেরে স্বাভাবিকভাবেই বজবজ-শিয়ালদহ শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বেশকিছুক্ষণ পর ধীরে ধীরে পরিষেবা চালু করা হলেও তা স্বাভাবিক হয়নি। ধীর গতিতে চলছে ট্রেন। আপ-ডাউন লাইনের সব ট্রেন আকড়া, নুঙ্গি, সন্তোষপুর থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে শিয়ালদহে।

এই ঘটনার জেরে অফিসমুখী যাত্রীরা প্রবল সমস্যায় পড়েন। দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থেকেও কেউ ট্রেন পাননি। স্বাভাবিকভাবেই বেড়েছে ভিড়। কেউ আবার ট্রেন পেলেও তা গন্তব্যে পৌঁছে নির্ধারিত সময়ের দীর্ঘক্ষণ পর। এদিকে মালগাড়িটিকে সরানোর কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। লাইনচ্যুত বগি সরাতে ব্যবহার করা হচ্ছে ক্রেন। এবিষয়ে রেলের তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ