Advertisement
Advertisement
9 July

চলবে বাস-ট্যাক্সি-ভেসেল, ধর্মঘটে পরিবহণ পরিষেবা স্বাভাবিক রাখতে কড়া রাজ্য

৯ জুলাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা সর্বভারতীয় ধর্মঘটে শামিল হচ্ছে বিভিন্ন শ্রমিক সংগঠন।

Transport service will be normal on 9 July, assures Govt
Published by: Paramita Paul
  • Posted:July 7, 2025 9:47 pm
  • Updated:July 7, 2025 9:47 pm  

নব্যেন্দু হাজরা: ৯ জুলাই, বুধবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা সর্বভারতীয় ধর্মঘটে শামিল হচ্ছে বিভিন্ন শ্রমিক সংগঠন। কিন্তু সেই ধর্মঘটের প্রভাব সাধারণ জনজীবনে যাতে না পড়ে সেজন‌্য বাড়তি বাস, ভেসেল নামাচ্ছে পরিবহণ দপ্তর। খোলা হচ্ছে কন্ট্রোলরুমও। বাতিল করা হয়েছে সমস্ত চালক, কন্ডাক্টর এবং অন‌্যান‌্য কর্মীদের ছুটি। পাশাপাশি বেসরকারি বাস, ট‌্যাক্সি, অটোও পর্যাপ্ত পরিমাণে থাকবে বলেই জানিয়েছে বেসরকারি পরিবহন সংগঠনগুলো।

Advertisement

বুধবার সকাল ৬টা থেকেই কন্ট্রোলরুম খোলা থাকবে। ০৩৩-২২৩৬১৯১৬, ০৪৬২,০৪৬৩ এবং ৮৬৯৭৭৩৩৩৯১। জানানো হয়েছে, সিএসটিসি-র ৫০০, সিটিসি ২০০, ডাব্লুবিএসটিসি ৭০ টি বাস একেক শিফটে নামবে। দুই বা তিন শিফট করে বেশিরভাগ বাস চলবে। তাছাড়া ভেসেল চলাচল করবে ২৫টি।  চলবে দু’টি ট্রামও। প্রত্যেক ডিপো ম‌্যানেজারদের এবিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে।

রাস্তায় পর্যাপ্ত বাস থাকবে বলেই জানিয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বাস মিনিবাস সমন্বয় সমিতি–সহ বিভিন্ন বেসরকারি বাস সংগঠনগুলো। রাস্তায় অ‌্যাপ ক‌্যাবও স্বাভাবিক দিনের মতোই চলবে বলে জানিয়েছে অনলাইন ক‌্যাব অপারেটর্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ‌্যায়। তবে বনধের দিন ট‌্যাক্সি ক‌্যাব বন্ধের কথা ঘোষণা করেছে সিটু এবং এআইটিইউসি। তারা জানিয়েছে, ওইদিন তাদের সংগঠনের কোনও চালক গাড়ি নামাবে বলে জানানো হয়েছে। এআইটিইউসি অনুমোদিত ট‌্যাক্সি ও ক‌্যাব সংগঠনের আহ্বায়ক নওয়ালকিশোর শ্রীবাস্তব জানান, শ্রমিকদের স্বার্থে এই ধর্মঘটে কোনও গাড়ি রাস্তায় নামবে না। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ‌্যায় জানান, বাসের চাবি থাকে চালকদের হাতে। তাঁরা এলেই বাস বেরবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement