টিটুন মল্লিক, বাঁকুড়া: তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার তালডাংরায়। ঘটনায় আহত হয়েছেন দু’জন। এদের মধ্যে তৃণমূলের খালগ্রাম অঞ্চল সভাপতিও রয়েছেন। এলাকায় মোতায়েন পুলিশ। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। এদিন বাঁকুড়ার তালডাংরা থানার বিবড়দা এলাকায় ভাঙচুর হয় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় আহত হয়েছেন তৃণমুলের খালগ্রাম অঞ্চল সভাপতি-সহ দু’জন। তাঁদের ভরতি করা হয়েছে বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
[ আরও পড়ুন: দূষণে মৃতপ্রায় নদী, জীবন বাঁচাতে পথ অবরোধ পুরুলিয়ার আমরুহাসাবাসীর ]
তৃণমূলের অভিযোগ, এখন এলাকায় প্রায়ই রাজনৈতিক সংঘর্ষ ঘটাচ্ছে বিজেপি। দলের কর্মীদের ভয় দেখানো হচ্ছে। সোমবার রাতে বিবড়দায় খালগ্রাম তৃণমূল অঞ্চল পার্টি অফিসে বিজেপি লাঠি নিয়ে হামলা চালায়। তৃণমূল কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ। ভাঙচুর চালানো হয় অফিসের আসবাবপত্রে। তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। এলাকায় মোতায়েন পুলিশ।
তবে বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, বিজেপি কর্মীরা নয়, এলাকায় হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেসেরই এক গোষ্ঠী। হামলার গোটা ঘটনাটিকে তৃণমূলের গোষ্ঠীকোন্দল বলে দাবি বিজেপির। দলের তরফে এও অভিযোগ তোলা হয়েছে, সিপিএমের একাংশও এর সঙ্গে জড়িত। সিপিএমের কর্মীদের সঙ্গে নিয়েই হামলা চালিয়েছে তৃণমূলেরই বিক্ষুব্ধ অংশ। গতকাল রাতের এই ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনাটি রাজনৈতিক। তাই তদন্ত না করে কিছুই বলা যাবে না।
[ আরও পড়ুন: গয়না লুট করতে এসে চলন্ত ব্রহ্মপুত্র মেল থেকে মহিলা যাত্রীকে ‘অপহরণ’ দুষ্কৃৃতীদের ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.