Advertisement
Advertisement
Durgapur

স্ত্রীকে ‘খুন’ করে থানায় গিয়ে আত্মসমর্পণ প্রৌঢ় গৃহশিক্ষকের, চাঞ্চল্য দুর্গাপুরে

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Tutor surrenders at police station after murdering wife in Durgapur
Published by: Suhrid Das
  • Posted:October 11, 2025 2:21 pm
  • Updated:October 11, 2025 2:21 pm   

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন গৃহশিক্ষক! হাড়হিম করা ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। কী কারণে এই ঘটনা? তাই নিয়ে শুরু হয়েছে চর্চা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতার নাম মুকুল কর। প্রৌঢ় দুর্গাদাস করকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের ধোবিঘাট এলাকার একটি বাড়িতে থাকতেন ওই প্রৌঢ় দম্পতি। গতকাল, শুক্রবার রাতে সম্ভবত পেশায় গৃহশিক্ষক দুর্গাদাস করের সঙ্গে তাঁর স্ত্রী মুকুলের ঝগড়া হয়েছিল। সেসময়ই ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে ‘খুন’ করেন ওই প্রৌঢ়। রাতে স্থানীয় থানায় গিয়ে স্ত্রীকে খুনের কথা বলে আত্মসমর্পণ করেন তিনি। প্রথমে কিছুটা হতবাক হয়েছিলেন পুলিশ কর্মী-আধিকারিকরা। এরপর দুর্গাদাস করকে পুলিশ সঙ্গে নিয়ে ওই বাড়িতে হাজির হয়। দেখা যায় ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন স্ত্রী মুকুল কর।

ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রতিবেশীরা জানিয়েছেন, ওই মহিলা এলাকায় যথেষ্ঠ মিশুকে ছিলেন। প্রত্যেকের সঙ্গেই সুসম্পর্ক ছিল। গৃহশিক্ষক হিসেবেও সুনাম ছিল দুর্গাদাস করের। স্বামী-স্ত্রীর মধ্যে তেমন কোনও বিবাদ হতেও প্রকাশ্যে দেখা যায়নি। তাহলে এমন কী হল যে, স্ত্রীকে ‘খুন’ করতে হল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক জেরা করা হয়েছে ধৃতকে।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ