পুলিশের জালে দুই দুষ্কৃতী।
অতুলচন্দ্র নাগ, ডোমকল: ফের অস্ত্র উদ্ধার মুর্শিদাবাদের ডোমকলে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের হারুরপাড়া মাঠের কাছে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই দুষ্কৃতীকে। ধৃতদের নাম, টোটন মণ্ডল, বাড়ি সাগরপাড়া থানার দেবীপুরে, অন্যজন সজিবুর শেখ, বাড়ি ডোমকলের মোমিনপুর বিশ্বাস পাড়ায়। মুঙ্গের থেকে কি এই অস্ত্র নিয়ে আসা হয়েছিল? কী কারণে এত অস্ত্র আমদানি হচ্ছে? সেই প্রশ্ন উঠছে। আরও নজরদারি, অভিযান বাড়বে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গোপনে অস্ত্র আসার কথা জানা গিয়েছিল। এরপর রাতেই অভিযান চালায় ডোমকল থানার পুলিশ। টোটন মণ্ডল ও সজিবুর শেখ সড়কপথে যাচ্ছিল। তাঁদের পাকড়াও করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলে। এরপর তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে ওইসব অস্ত্র। এরপরই দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের থেকে একটি অত্যাধুনিক ৭ এমএম পিস্তল, দুটি তাজা ৭ এমএম কার্তুজ ও একটি অত্যাধুনিক লোহার তৈরি দুরপাল্লার আগ্নেয়াস্ত্র এবং একটি ১২ বোরের ব্যারেল উদ্ধার হয়েছে। অস্ত্র আইনে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ধৃতদের এদিন বহরমপুর আদালতে তোলা হয়। ধৃতদের ৭দিনের পুলিশ হেফাজতে রাখার জন্য আবেদন জানানো হয়েছে।
প্রসঙ্গত, শনিবার রাতেও জলঙ্গি থানার পুলিশ আলির বটতলায় অভিযান চালিয়ে একইভআবে আলি হোসেন নামের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছিল। উদ্ধার হয়েছিল ২টি অত্যাধুনিক পিস্তল, ৪টি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি। গত সপ্তাহেই বহরমপুর নওদা রেলগেট এলাকাতেও একইভাবে অভিযান চালিয়ে বিপুল সংখ্যায় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছিল। মুঙ্গের থেকে ওইসব অস্ত্র ঢুকেছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। রবিবার রাতেও কি মুঙ্গের থেকে অস্ত্র এসেছে? এত অস্ত্র আমদানি হচ্ছে কেন? দুষ্কৃতীরা কেন এত অস্ত্র মজুত করছে? সেসব প্রশ্ন উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চলছে। আরও নজরদারি বাড়ানো হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.