Advertisement
Advertisement
Khejuri

খেজুরির সাংস্কৃতিক অনুষ্ঠানে অস্বাভাবিক মৃত্যু দুই ব্যক্তির, খুনের অভিযোগ তুলে উসকানি শুভেন্দুর

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Two people die at Khejuri
Published by: Subhankar Patra
  • Posted:July 12, 2025 2:13 pm
  • Updated:July 12, 2025 2:28 pm   

রঞ্জন মহাপাত্র, কাঁথি: সাংস্কৃতিক অনুষ্ঠানে অস্বাভাবিক মৃত্যু দুই ব্যক্তির। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। খুনের অভিযোগ তুলে উসকানি শুভেন্দু অধিকারী ও বিজেপির। হেঁড়িয়া-বিদ্যাপীঠ রাজ্য সড়কের হেঁড়িয়ার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবরোধ গেরুয়া শিবিরের। যা নিয়ে উত্তপ্ত খেজুরি।

Advertisement

মৃতদের নাম সুজিত দাস (২৩) ও চন্দ্র পাইক (৬৫)। সুজিত পূর্ব ভাঙনমারি গ্রামের বাসিন্দা। চন্দ্র ঝাঁটিহারি বাসিন্দা। শুক্রবার রাতে জনকা এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন দু’জন। অনুষ্ঠানে তাঁদের অস্বাভাবিক মৃত্যু হয়। খবর পেয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে খেজুরি থানার পুলিশ। প্রাথমিক অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। স্থানীয়দেরও একই দাবি। তাঁরা জানাচ্ছেন, অনুষ্ঠানস্থলের কাছে একটি হ্যালোজেন লাইট খুলে পড়ে দুই ব্যক্তির উপর। তার জেরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁদের।

তবে শুভেন্দুর দাবি, ওই ব্যক্তিদের প্রাণে মেরে ফেলা হয়েছে। পরিকল্পনামাফিক তাঁদের খুন করা হয়েছে। বিজেপির দাবি, মৃতদেহগুলিতে আঘাতের চিহ্ন রয়েছে। কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবিতে হেঁড়িয়া-বিদ্যাপীঠ রাজ্যসড়কের হেঁড়িয়ার বোগা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবরোধ করে বিজেপি নেতা-কর্মীরা। তাতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

তৃণমূলের জেলা কমিটির সদস্য শ্যামল মিশ্র বলেন, “রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এসে অসাবধানতাবশত দুই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন। তাঁদের মৃত্যু হয়। ঘটনায় আমরা গভীর ভাবে শোকাহত।” বিজেপি মিথ্যা দাবি করে হাওয়া গরম করছে, এই অভিযোগ তুলে তিনি আরও বলেন, “মর্মান্তিক দুর্ঘটনাকে হাতিয়ার করে কিছু ব্যক্তি ঘৃণ্য রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে মাঠে নেমেছেন।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ