অরিজিৎ গুপ্ত, হাওড়া: তৃণমূল ছাত্র পরিষদের সভায় যোগ দিতে আসার পথে ট্রেনের মধ্যেই হামলা দুই ছাত্র নেতার উপর। আক্রান্ত দুই নেতার নাম অর্ণব রায় এবং রাজা রায়। আহত অর্ণব ডানকুনি পুরসভার এক কাউন্সিলরের ছেলে।
জয় বাংলা স্লোগান দেওয়াতে এক ব্যক্তি তৃণমূলের সদস্য কিনা জিজ্ঞেস করেন, আর তা শোনা মাত্রই তাঁদের উপর ওই ব্যক্তি হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে লিলুয়া স্টেশন এবং হাওড়া স্টেশনের মাঝে। ঘটনার পরেই হাওড়া স্টেশনে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।
তাঁদের অভিযোগ, এই ঘটনার পিছনে বিজেপি। তবে অভিযুক্ত ব্যক্তিকে ধরা সম্ভব হয়নি। ঘটনায় রেল পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে, রেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের। অভিযোগ, ঘটনার পরেই আহতদের হাওড়া স্টেশনে নিয়ে যাওয়া হয়। কিন্তু রেলের তরফে সাহায্য পাওয়া যায়নি। এমনকী অ্যাম্বুল্যান্স চাওয়া হলেও তা দেওয়া হয়নি বলে অভিযোগ।
আজ, বৃহস্পতিবার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী সভা ছিল। সেই সভায় যোগ দিতেই এদিন সকালে হুগলির ডানকুনি থেকে ট্রেনে কলকাতায় যাচ্ছিলেন অর্ণব রায় এবং রাজা রায়। শেখ হাসিবুল নামে এক তৃণমূল ছাত্র পরিষদ কর্মী জানান, ‘‘লিলুয়া থেকে ট্রেনটি যখন ছেড়ে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছিল, সেই সময় এই ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিচ্ছিলাম। একটি লোক প্রথমে জানতে চান আমরা তৃণমূল করি কিনা, হ্যাঁ বলতেই আক্রমণ করা হয়।’’
জানা গিয়েছে, অর্ণব রায়ের ডান হাতে এবং বুকে আঘাত করা হয়েছে। মাথায় আঘাত পেয়েছেন সিদ্ধার্থ। ভারী কোনও জিনিস দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় দুজনকে হাওড়া স্টেশনে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজা রায়কে। যদিও প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আঘাত গুরুতর হওয়ায় অর্ণবকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.