ফাইল ছবি।
বিক্রম রায়, কোচবিহার: বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলার শ্রমিকদের আক্রান্ত হতে হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। আর এই বিতর্কের মধ্যেই এই ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের। একই সঙ্গে হুলিয়া জারি করার নিদান তৃণমূল বিধায়কের।
তিনি বলেন, ”যে সমস্ত গ্রামের মানুষ বিজেপিশাসিত রাজ্যে গিয়ে অত্যাচারিত হবে, সেই সমস্ত এলাকায় হুলিয়া জারি করতে হবে, যাতে বিজেপি কর্মীরা না ঢুকতে পারে।” শুধু তাই নয়, ওই সমস্ত গ্রামে বিজেপির জন্য ১৪৪ ধারা জারি করা হবে বলেও মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। আর এহেন বক্তব্য ঘিরেই শুরু হয়েছে। পালটা তোপ দেগেছে বিজেপিও।
বলে রাখা প্রয়োজন, দিল্লি, ওড়িশা সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ তৃণমূলের। বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। এই ইস্যুকে সামনে লাগাতার সংসদে বিক্ষোভও দেখিয়েছেন তৃণমূল সাংসদ।
এর মধ্যেই এদিনে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ’র বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে। যদিও রাজ্যের বাইরে বাংলার শ্রমিক হেনস্তার খবর ‘গল্প’ বলে দাবি করেছেন কোচবিহার জেলা বিজেপির সহ-সভাপতি বিরাজেন্দ্র বসু।
বিরাজেন্দ্র বসু বলেন,”আমরাই চাই না পরিযায়ী শ্রমিক হয়রান হোক। কোনও রাজ্যে যে হয়রান হচ্ছে, তেমন খবর নেই। নির্বাচনে তৃণমূলের ভোট বৈতরণী পার হওয়া মুশকিল। তার আগে এমন গল্প ফাঁদা হচ্ছে।”
শুধু তাই নয়, বাজার গরম করতে এবং অস্তিত্ব টিকিয়ে রাখতেই এহেন বক্তব্য উদয়ন গুহ রাখছেন বলেও দাবি কোচবিহার জেলা বিজেপির সহ-সভাপতির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.