Advertisement
Advertisement
Uluberia

লরির ধাক্কায় ডান হাত কেটে রাস্তায় পড়ল মহিলার! তুমুল চাঞ্চল্য উলুবেড়িয়ায়

কনুই থেকে কেটে যাওয়া হাতের অংশটি একটি কাপড়ে মুড়ে পাঠানো হল হাসপাতালে।

Uluberia: Woman loses hand to speeding truck | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 17, 2023 1:52 pm
  • Updated:June 17, 2023 3:52 pm   

মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: অটোয় চেপে নার্সিংহোমে ডিউটি করতে যাওয়ার পথে ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়লেন এক মাঝবয়সি মহিলা। লরির ধাক্কায় ডান হাত কেটে মাটিতে পড়ে গেল তাঁর। চোখের সামনে এমন দৃশ্য দেখে শিউরে ওঠেন পথচারীরা।

Advertisement

ভয়ংকর এই দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উলুবেড়িয়া শহরের ওটি রোডে। শ্যামপুরের মাধবপুরের বাসিন্দা রেবা মণ্ডল নামের ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে ভরতি করা হয়। কিন্তু পরিস্থিতি প্রতিকূল বুঝে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের, ভোট পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা]

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আহত রেবা মণ্ডল এদিন সকালে কাজে যাওয়ার সময় অটোর ডানদিকে বসেছিলেন। উলুবেড়িয়ার নোনা কামারশালার কাছে উলটো দিক থেকে আসছিল একটি লরি। সেই লরিই অটোর পাশ দিয়ে যাওয়ার সময় অটোটিকে সজোরে ধাক্কা মারে। নিমেষে মহিলার ডান হাত কেটে রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলে শোরগোল পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় মহিলাকে উদ্ধার করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কনুই থেকে কেটে যাওয়া হাতের অংশটি একটি কাপড়ে মুড়ে পাঠানো হয় তাঁর সঙ্গে।

ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। যে বেপরোয়া ভাবে ওই রাস্তা দিয়ে বাস-লরি যাতায়াত করে, তাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত লরির চালককে ধরতে পারেনি তারা।

[আরও পডুন: বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে চোখে চুন! শীতলকুচিতে তৃণমূল প্রার্থীকে ‘অত্যাচার’]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ