Advertisement
Advertisement
Bangladeshi

বাংলাদেশি সন্দেহে মুম্বইয়ে গ্রেপ্তার উলুবেড়িয়ার যুবক, চাওয়া হল নাগরিকত্বের প্রমাণ

ওই যুবক ভোটার কার্ড, আধার কার্ড দিলেও মুম্বই পুলিশ তা গ্রাহ্য করেনি বলে অভিযোগ।

Uluberia youth arrested saying Bangladeshi national from Mumbai

প্রতীকী ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:August 14, 2025 10:04 pm
  • Updated:August 14, 2025 10:04 pm   

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: বাংলাদেশি সন্দেহে এবার মুম্বইয়ে গ্রেপ্তার উলুবেড়িয়ার বাণীবনের যুবক। বুধবার মুম্বই পুলিশ তাঁকে গ্রেপ্তারের অভিযোগ ওঠে। মুক্তি পেতে হাওড়া জেলা প্রশাসনের দ্বারস্থ হন তিনি। অবশেষে হাওড়া গ্রামীণ পুলিশ এবং স্থানীয় তৃণমূলের উদ্যোগে যথাযথ প্রমাণ দেওয়ার পর বৃহস্পতিবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। হাওড়ার বাড়িতে তিনি ফিরে আসছেন বলে খবর। অভিযোগ, মুক্তির সময় বাণীবনের ওই যুবকের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছে মুম্বই পুলিশ।

Advertisement

প্রসঙ্গত, বাণীবনের বাসিন্দা মিজানুর এবং তাঁর দাদা রাজ্জাক মুম্বইয়ের সান্টাক্রুজ এলাকায় দর্জির কাজ করতেন কয়েক বছর ধরে। সম্প্রতি রাজ্জাক বাড়ি ফিরে আসেন। মিজানুর সেখানেই ছিল কিন্তু বুধবার মুম্বই পুলিশ তাঁকে থানায় নিয়ে যায় এবং তিনি যে ভারতীয়, তার প্রমাণ চাই। তখন মিজানুর তাঁর ভোটার কার্ড, আধার কার্ড দিলেও মুম্বই পুলিশ তা গ্রাহ্য করেনি বলে অভিযোগ। মিজানুরকে আটক করা হয়।

এরপর তিনি বিষয়টি নিজের দাদাকে জানান। দাদা রাজ্জাকের পক্ষ থেকে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। যোগাযোগ করা হয় স্থানীর তৃণমূল নেতৃত্বের সঙ্গেও। তারপর হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। হাওড়া গ্রামীণ পুলিশ এবং তৃণমূলের উদ্যোগে মুম্বইতে আটক বাণীবনের বাসিন্দা ছাড়া পেল বৃহস্পতিবার। হাওড়ার গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল বলেন, ”আমাদের তরফ থেকে মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। মিজানুর মিস্ত্রি উলুবেড়িয়ার বাসিন্দা। যথাযথ প্রমাণ দেওয়া হয়। তারপর মুম্বই পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ