Advertisement
Advertisement

পড়ুয়াদের জন্য সুখবর, এবার বিনামূল্যেই মিলবে মান্থলি

জেনে নিন বিনামূল্যে মান্থলি পেতে কী করতে হবে।

University students to get free train passes

জেনে নিন বিনামূল্যে মান্থলি পেতে কী করতে হবে।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 20, 2017 3:51 am
  • Updated:December 20, 2017 10:56 am  

সুব্রত বিশ্বাস: বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দারুণ খবর দিল ভারতীয় রেল। এবার বিনা খরচেই লোকাল ট্রেনে যাতায়াত করতে পারবেন ছাত্রছাত্রীরা।

Advertisement

১৫০ কিলোমিটার ট্রেন যাত্রার মান্থলি বিনামূল্যেই পাবেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। স্কুল ও কলেজের পড়ুয়ারা আগেই এই মন্থলি পেতেন। এবার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও পেতে চলেছেন এই বিশেষ ছাড়। ডিগ্রি পাঠরত ছাত্রছাত্রারীও এই সুযোগের আওতায় আসছেন। যাত্রা পথের দূরত্ব এবার করা হয়েছে ১৫০ কিলোমিটার। শিক্ষার প্রয়োজনেই বিশেষ সুবিধা দিতে এই ব্যবস্থা বলে রেল জানিয়েছে।

[রাতের শহরে দুষ্কৃতী তাণ্ডব, এন্টালির কনভেন্ট রোডে গুলিবিদ্ধ যুবক]

তবে এই সুবিধা শুধুমাত্র লোকাল ট্রেনে পাওয়া যাবে। এই মান্থলিতে পড়ুয়ারা মেল অথবা এক্সপ্রেস ট্রেনের সাধারণ কামরায় যাত্রা করতে পারবেন না। তবে সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠানের পড়ুয়ারা এই ছাড় পাবেন না। শুধুমাত্র কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত কলেজে পড়লেই মিলবে এই সুবিধা। নিজের কলেজ থেকে পড়ুয়াকে প্রমাণপত্র লিখিয়ে আনতে হবে। প্রতি মাসে এই মান্থলি রিনিউ করতে হবে। নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে সুপারভাইজারের কাছে জমা দিতে হবে। স্বাভাবিকভাবেই রেলের এই সিদ্ধান্তে খুশি বিশ্ববিদ্যালয় স্তরের পড়ুয়ারা। বহুদূর থেকে পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়গুলিতে পড়তে আসেন। যাঁদের মধ্যে বেশিরভাগই অর্থ উপার্জন করেন না। অনেকের অবস্থাই যথেষ্ট স্বচ্ছল নয়। ফলে তাঁরা বিশেষভাবে উপকৃত হবেন। রেল প্রথম পর্যায়ে স্কুল পরে কলেজ এবার বিশ্ববিদ্যালয় স্তরে এই বিশেষ সুবিধা দেওয়ায় খুশি পড়ুয়ারা।

এদিকে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের যাত্রা আরও আরামদায়ক করে তুলতে বাড়তি তৎপরতা নিচ্ছে রেল। ডিআরএম-এর তরফে জানানো হয়েছে, শিয়ালদহ শাখায় সাধারণত যেখানে দিনে ২০ লক্ষ যাত্রীর যাতায়াত, সেখানে মেলার সময় তা প্রায় ৩০ লক্ষ হয়ে যায়। তাই নামখানা স্টেশনে টিকিট কাউন্টারের সংখ্যা যেমন বাড়ানো হবে, তেমনই দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে অতিরিক্ত জিআরপি মোতায়েন করা হবে বলেও জানানো হয়েছে।

[প্রৌঢ়াকে গণধর্ষণ ৩ মদ্যপের, শুধু মারধরের অভিযোগ নিল পুলিশ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement