Advertisement
Advertisement
Hooghly

আচমকাই আকাশ থেকে খসে পড়ল যন্ত্র! জোর শোরগোল হুগলিতে

যন্ত্রটা কী?

Unknown object fall from sky to Hooghly

আচমকাই আকাশ থেকে খসে পড়ল যন্ত্র! নিজস্ব চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:May 15, 2024 7:15 pm
  • Updated:May 15, 2024 7:15 pm   

সুমন করাতি, হুগলি: অবাক কাণ্ড হুগলিতে! আকাশ থেকে আচমকাই নেমে এল উড়ন্ত সাদা রঙের যন্ত্র। সঙ্গে আবার বেলুনও। বুধবার দুপুরের এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় হুগলির চুঁচুড়ার কাপাসডাঙায়! শোরগোল পড়ে যায় এলাকায়। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়। জানায়, আতঙ্কের কিছু নেই।

Advertisement

এদিন সকালে চুঁচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের ২ নং কাপাসডাঙার একটি বাড়ির সামনে সাদা রঙের অচেনা যন্ত্র আকাশ থেকে এসে পড়ে। সঙ্গে একটা বেলুন ছিল সেটা ফেটে যায়। ওই বাড়ির বাসিন্দা বিপ্লব হালদার যন্ত্রটিকে হাতে করে তুলে পাঁচিলের উপর রেখে দেন। খবর পেয়ে এলাকাবাসী জড়ো হয়ে যায়। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যন্ত্রটি কী, তা দেখার জন্য ভিড় জমে যায়। খবর যায় চুঁচুড়া থানায়। পুলিশ গিয়ে যন্ত্রটিকে উদ্ধার করে নিয়ে যায়।

[আরও পড়ুন: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা গেল অন্য বেঞ্চে, কোন বিচারপতি শুনবেন আর্জি?]

হুগলি লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হয়েছেন প্রদীপ পাল। তাঁর বাড়ির পাশে এই ঘটনা। প্রদীপবাবু বলেন, “আমাকে বিপ্লব খবর দেয় যে আকাশ থেকে মেশিন পরেছে। আমরা পুলিশে খবর দিই। যন্ত্রটি কী তা বুঝতে না পারায় প্রাথমিকভাবে একটা আতঙ্ক ছড়ায়। অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে বোমা পাওয়া গেছে নাকি! আমি বলি না একটা যন্ত্র যেটা আকাশ থেকে পড়েছে।”

জানা গিয়েছে, যন্ত্রটি একটি রেডিওসোন্ড। ব্যাটারিচালিত টেলিমেট্রি যন্ত্র। বেলুনের মাধ্যমে বায়ুমণ্ডলে ঘুরে বেড়ায়। রেডিওর মাধ্যমে উচ্চতা, চাপ, তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, বায়ুর গতি দিক এবং ভৌগোলিক অবস্থান (অক্ষাংশ/দ্রাঘিমাংশ) গ্রাউন্ড রিসিভারে পাঠায়। ওজন ঘনত্ব পরিমাপকারী রেডিওসোন্ডকে ওজোনসোন্ডও বলা হয়। যন্ত্রটির গায়ে মেড ইন কোরিয়া লেখা। কোথা থেকে এল, তা জানা যায়নি। তবে এই যন্ত্রকে ঘিরে আতঙ্কের কিছু নেই বলেই জানিয়েছে পুলিশ। এর আগে অসম, তামিলনাড়ুতে এই ধরনের যন্ত্র আকাশ থেকে পড়েছিল।

[আরও পড়ুন: ভোট প্রচারে বাংলাকে ‘কাংলা’ কটাক্ষ মিঠুনের, তুঙ্গে বিতর্ক, পালটা দিল তৃণমূল]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ