Advertisement
Advertisement
Durgapur

বাড়ির সামনে পড়ে একটি দেহ, ভিতরে আরও ২! কাঁকসায় একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু

দেহ উদ্ধারের কিছুক্ষণ আগে হেলমেট পড়ে এক ব্যক্তিকে বাড়িতে ঢুকতে দেখা যায়।

Unnatural death of three family members in Durgapur । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 10, 2023 2:55 pm
  • Updated:November 10, 2023 7:41 pm  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: বাড়ির উঠোনে সামনে পড়ে পরিবারের এক সদস্যের দেহ। ভিতরে আরও দুজনের দেহ। দিনেদুপুরে একই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধারকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের কাঁকসার রেলপার্ক সারদাপল্লিতে তীব্র চাঞ্চল্য। দেহ উদ্ধারের ঠিক আগে হেলমেট পরা এক ব্যক্তিকে বাড়িতে ঢুকতে দেখা যায়। কে সেই ব্যক্তি, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। 

Advertisement

পশ্চিম বর্ধমানের কাঁকসার রেলপার্ক সারদাপল্লির বাসিন্দা ধনঞ্জয় বিশ্বকর্মার। স্ত্রী এবং বছর তেইশের মেয়ে সিমরানকে নিয়ে ওই বাড়িতেই থাকতেন তিনি। পেশায় কর্মকার। দিনকয়েক আগে সস্ত্রীক ধনঞ্জয় অসমে এক আত্মীয়র বাড়িতে যান। মেয়ে ছিলেন নিজের বাড়িতে। সেই সময় বাড়িতে আসেন ধনঞ্জয়ের শাশুড়ি বছর সত্তরের সীতাদেবী এবং শ্যালক সোনু বিশ্বকর্মা। শুক্রবার দেখা যায় বাড়ির উঠোনে পড়ে রয়েছে শ্যালকের রক্তাক্ত দেহ। ভিতরে দুটি ঘরে পড়ে রয়েছে শাশুড়ি এবং মেয়ের দেহ। দুজনের গলাতেই দড়ির ফাঁস লাগানো ছিল।

[আরও পড়ুন: WB Weather Update: কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস]

ধনঞ্জয় বিশ্বকর্মার ভাইয়ের স্ত্রীর দাবি, দেহ উদ্ধারের কিছুক্ষণ আগে মাথায় হেলমেট পরা অবস্থায় একজনকে বাড়িতে ঢুকতে দেখেন তিনি। ওই ব্যক্তির পরিচয়, কেনই বা বাড়িতে ঢুকেছিলেন তিনি, তা এখনও স্পষ্ট নয়। কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দলও। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে রহস্যমৃত্যুর ক্লু খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: পানীয় জল সংযোগের উদ্বোধন নিয়ে অশান্তি, আসানসোলে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement