Advertisement
Advertisement
Panitanki

নেপালে অশান্তি, খাবারের খোঁজে ভারতের সীমান্তে ভিড়! কড়া নজরদারি এসএসবির

সফট টার্গেট ভারতীয় পর্যটক ও সাংবাদিকরা!

Unrest in Nepal, crowd at Panitanki border in search of food! SSB keeps strict vigil

চলছে কড়া নজরদারি। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:September 13, 2025 2:47 pm
  • Updated:September 13, 2025 2:47 pm   

বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: নেপালে অশান্তি অব‌্যাহত। তার প্রভাব পড়ছে ভারতীয় সীমান্তে। এদিকে খাদ্য সংকটে কাহিল আমজনতা খাবার সংগ্রহের জন্য ভারতীয় সীমান্তে ভিড় বাড়াচ্ছে। নদী অতিক্রম করে ভারতের গ্রামে ঢোকার চেষ্টা করছে। সশস্ত্র সীমা বলের (এসএসবি) জওয়ানরা তাদের নেপালে ফেরত পাঠাচ্ছে। অন্যদিকে প্রতিবেশী রাজ্য সিকিমেও তল্লাশি অভিযান শুরু হয়েছে। সিকিম সরকারের তরফে রংপো, মেল্লি, রেশি-সহ বিভিন্ন এলাকায় পুলিশকে যানবাহনে তল্লাশি করার নির্দেশ দেওয়া হয়েছে। নেপাল থেকে অনুপ্রবেশ ঠেকাতে ডিআইজি এবং এসপি-দের স্পর্শকাতর এলাকা পরিদর্শন করতে বলা হয়েছে।

Advertisement

সোমবার থেকে জেন জি আন্দোলনের ধাক্কায় অভ্যুত্থানের নামে অরাজকতা শুরু হয়েছে নেপালে। সেনাবাহিনী রাস্তায় নেমেছে, কার্ফু জারি হয়েছে। কিন্তু তারই মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে। এবার বিক্ষোভকারীদের একাংশের হামলার ‘সফট টার্গেট’ হয়েছে আটকে থাকা ভারতীয় পর্যটক এবং সাংবাদিকরা। শুক্রবার সমাজমাধ্যমে কাঠমান্ডুতে এক ভারতীয় মহিলা সাংবাদিকের হেনস্তার ছবি ভাইরাল হতে বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে। যদিও লাঞ্ছিত ওই মহিলা সাংবাদিকের পাশে দাঁড়িয়েছেন নেপালের সাংবাদিকদের একাংশ। এদিকে নেপালে হিংসা ও উত্তেজনা প্রশমিত না-হওয়ায় উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের নেপাল সীমান্তে নিরাপত্তা ও সতর্কতা জোরদার করেছে।তিনটি রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। নাগরিকত্ব কার্ড যাচাইয়ের পর ভারতে আটকে থাকা নেপালি নাগরিকদের সীমান্ত অতিক্রম করার অনুমতি দেওয়া হচ্ছে।

অন্যদিকে ভারত থেকে খাদ্যশস্য রপ্তানি স্বাভাবিক না হওয়ায় নেপালে খাদ্য সংকট এতটাই তীব্র হয়েছে যে, ওই দেশের বাসিন্দারা নদী-জঙ্গল টপকে ভারতের সীমান্ত সংলগ্ন হাটবাজারে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের খুনওয়া সীমান্তে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যাওয়া নেপালি নাগরিকদের পুলিশ ওই দেশে ফিরিয়েছে। একইভাবে পানিট্যাঙ্কি সীমান্তের কাছে মেচি নদী পার হয়ে তিনজন নেপালের নাগরিক ভারতীয় বাজারে ঢোকার চেষ্টা করলে সশস্ত্র সীমা বলের জওয়ানরা তাদের ফিরিয়ে দেয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ