নন্দন দত্ত, সিউড়ি: তারকেশ্বর যাওয়ার পথে বীরভূমে আটক উত্তরপ্রদেশের পুণ্যার্থীদের বাস। অভিযোগ, নকল পারমিট নিয়ে ভিনরাজ্য থেকে এসে বাংলায় ঢোকার চেষ্টা করছিলেন ওই বাসযাত্রীরা। সে কারণে বুধবার দুপুরে বীরভূমের মল্লারপুরের ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে কিষাণ মাণ্ডিতে বাস আটকায় জেলা পরিবহণ দপ্তর। বেশ কয়েকঘণ্টা আটকে থাকার পর গভীর রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
নকল পারমিট নিয়ে উত্তরপ্রদেশের একটি বাস তারকেশ্বরের উদ্দেশে রওনা হয়। পুরুষ, মহিলা ও শিশু-সহ বাসে মোট ৬০ পুণ্যার্থী ছিলেন। বুধবার বীরভূমের মল্লারপুরের ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে কিষাণ মাণ্ডিতে বাসটি আটকায় জেলা পরিবহণ দপ্তর। অভিযোগ, ওই বাসের বৈধ পারমিট ছিল না। সে কারণে বাসটি আটকে দেওয়া হয়। সন্ধেয় বাস আটকে রাখার খবর স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছে পৌঁছয়। যাত্রীদের সঙ্গে নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব সন্ধেয় ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে।
মল্লারপুর মণ্ডল সভাপতি প্রশান্ত বাগদী বলেন, “ডালখোলার কাছে বাসটি পারমিট কাটে। কিন্তু সেই পারমিট নকল। বাসযাত্রীদের কাছে দেওয়ার মতো বাড়তি টাকা ছিল না। তাই তাঁরা টাকা দিতে পারেনি। সে কারণে বাসটি আটকে দেওয়া হয়। তার ফলে চরম ভোগান্তির শিকার হন পুণ্যার্থীরা।” বিজেপি নেতা শ্যামল বন্দ্যোপাধ্যায় বলেন, “পুণ্যার্থীদের মধ্যে মহিলা, শিশুও ছিল। তাঁদের পানীয় জল পর্যন্ত দেওয়া হয়নি। খবর পেয়ে খাবার জোগাড় করে নিয়ে যাই। পরিবহণ দপ্তরের কাছে তাঁদের ছেড়ে দেওয়ার দাবি করি। কিন্তু না দেওয়ায় পথ অবরোধ করতে বাধ্য হই।” মুচলেকা লিখিয়ে গভীর রাতে বাসটিকে ছেড়ে দেয় পরিবহণ দপ্তর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.