উদ্ধার হওয়া সামগ্রী। নিজস্ব চিত্র
সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সরকারি সম্পত্তি উদ্ধার হল এক বিজেপি কর্মীর দোকান থেকে। ঘটনায় পুলিশের হাতে আটক ওই বিজেপি কর্মী-সহ তিনজন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার দিগম্বরপুর এলাকায়। ওই বিজেপি কর্মীর ভাঙাচোরা লোহা-লক্করের দোকান আছে বলে খবর।
রবিবার দুপুরে গোপনসূত্রে খবর পেয়ে ঢোলাহাট থানার পুলিশ হানা দেয় স্থানীয় দিগম্বরপুর এলাকার এক সক্রিয় বিজেপি কর্মী বাসুদেব মণ্ডলের দোকানে। সেখান থেকেই উদ্ধার করা হয় বিদ্যুৎ দপ্তরের দু’টি ট্রান্সফর্মার, বৈদ্যুতিক তার, আর্থিং রড ও জল সরবরাহের পাইপের ভাল্ব-সহ বেশ কিছু মূল্যবান সরঞ্জাম। উদ্ধার হওয়া সামগ্রী সরকারি সম্পত্তি বলেই জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। পুলিশ বিজেপি কর্মী বাসুদেব মণ্ডল ও তাঁর দোকানে মালপত্র বিক্রি করতে আসা আরও দু’জনকে আটক করে। বাজেয়াপ্ত করা জিনিসপত্র উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। কিন্তু কীভাবে ওই বিজেপি কর্মীর দোকানে এল ওই সরকারি সরঞ্জাম?
দোকান মালিক বাসুদেব মণ্ডলের দাবি, এলাকায় বিদ্যুৎদপ্তরে কাজের দায়িত্বে থাকা জনৈক স্বদেশ বারিক দু’জন হকারের কাছে বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রয় করেছিলেন। সেই হকারদের থেকেই তিনি ওইসব মালপত্র কিছু না বুঝেই কিনেছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ। আটক তিনজনকে চালানো হচ্ছে জিজ্ঞাসাবাদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.