Advertisement
Advertisement
Gour Banga University

দায়িত্ব পালনে ব্যর্থ! গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরালেন রাজ্যপাল

ইতিমধ্যেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজভবনের তরফে।

VC of Gour Banga University removed by Goubanga University
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 27, 2025 12:33 pm
  • Updated:August 27, 2025 12:33 pm   

বাবুল হক, মালদহ: দায়িত্ব পালনে ব্যর্থ। আপসারিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পবিত্র চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এখনও এবিষয়ে উপাচার্যের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

২০০৮ সালে স্থাপিত হয় মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। এর অধীনে রয়েছে ২৫ টি কলেজ। ২০১৬ সালে এই বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের আয়োজন করা হয়েছিল। সেখানেই সমস্যার সূত্রপাত। অভিযোগ, ওই অনুষ্ঠানে বেআইনিভাবে টাকা খরচের অভিযোগ ওঠে। তদন্ত শুরু হতেই একাধিক গরমিল মেলে। তা নিয়ে চর্চা চলছিলই। এরই মাঝে গত ২৫ আগস্ট সমাবর্তনের আয়োজন করার কথা ছিল। কিন্তু তাতে ব্যর্থ হন উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়। সেই কারণেই অপসারণের সিদ্ধান্ত বলে খবর।

প্রসঙ্গত, আর্থিক দুর্নীতি থেকে নথি, উত্তরপত্র চুরি-সহ এক গুচ্ছ অভিযোগ উঠেছিল বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের বিরুদ্ধে। সেই কারণে একাধিক আধিকারিককে সাসপেন্ডও করা হয়েছিল। তা নিয়ে জল গড়িয়েছিল অনেকদূর। সেই  এই পরিস্থিতিতে এবার পবিত্র চট্টোপাধ্যায়কে অপসারণের সিদ্ধান্ত নিল রাজভবন। উল্লেখ্য, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরে। বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। তারই মাঝে রাজ্যপালের নিয়োগ করা উপাচার্যকেই অপসারণ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ