Advertisement
Advertisement

Breaking News

Vidyasagar University

প্রশ্নপত্রে বিপ্লবীরা ‘সন্ত্রাসবাদী’! ‘অনিচ্ছাকৃত ভুল’, ক্ষমা চাইলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন উপাচার্য।

Vidyasagar University VC apologizes for controversy over history question paper
Published by: Subhankar Patra
  • Posted:July 10, 2025 3:33 pm
  • Updated:July 10, 2025 9:19 pm  

সম‌্যক খান, মেদিনীপুর: প্রশ্ন বিতর্কে ক্ষমা চাইলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর। সঙ্গে প্রশ্নপত্র তৈরির দায়িত্বে থাকা দু’জনকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়ে ‘অনিচ্ছাকৃত ভুলে’ তিনি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী বলে জানিয়েছেন।

Advertisement

আজ, বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন মেদিনীপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক করা। তিনি বলেন, “এটি অনিচ্ছাকৃত ভুল। যখন বিষয়টি সামনে আসে আর কিছু করার ছিল না। প্রশ্নপত্র দেওয়া হয়ে গিয়েছিল। এই ঘটনায় ক্ষমাপ্রার্থী। ঘটনার তদন্ত করা হচ্ছে।”

বুধবার বিদ‌্যাসাগর বিশ্ববিদ‌্যালয়ের ষষ্ঠ সেমেস্টারের ইতিহাস অনার্সের সি ১৪-টি পেপার তথা মডার্ণ ন‌্যাশনালিজম ইন ইন্ডিয়া বিষয়ে পরীক্ষা ছিল। সেই প্রশ্নপত্রে ‘ক’ বিভাগের ১২ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, ‘মেদিনীপুরের তিনজন জেলা ম‌্যাজিষ্ট্রেটের নাম কর যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন?’

Vidyasagar University Vice Chancellor apologizes for controversy over history question-paper
এই প্রশ্নপত্র ঘিরে বিতর্ক।

এই প্রশ্নপত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় বইয়ে গিয়েছে জেলার শিক্ষামহলে। প্রশ্ন উঠতে শুরু করে স্বাধীনতা সংগ্রামীদের ‘সন্ত্রাসবাদী’ বলা হল কেন?  অগ্নিযুগের বিপ্লবীরা যাঁরা দেশের স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ দিতে ভাবেননি। তাঁদের ‘সন্ত্রাসবাদী’ বলা হল! এই ঘটনার নিন্দায় সরব হন শিক্ষাবীদ থেকে অধ্যাপকরা। মুখ খোলন শিক্ষাবীদ পবিত্র সরকাররা। বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢোক গিলে জানান, ঘটনাটি মুদ্রণ বিভ্রাট। কিন্তু তারপরও সমালোচনা থামানো যায়নি। শহিদ প্রশস্তি সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও মেল পাঠানো হয়। সেই পরিপ্রেক্ষিতে ক্ষমা চাইলেন উপাচার্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement