বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছে পুলিশ। নিজস্ব চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন এক যুবকের মুখ লক্ষ্য করে শব্দবাজি ছোড়ার মারাত্মক অভিযোগ উঠল এক ভিলেজ পুলিশের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের মারগ্রাম এলাকায়। অভিযুক্তকে প্রথমে আটক করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনা ঘিরে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার দশমীর রাতে দুর্গা প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা যাচ্ছিল চাঁদপাড়া গ্রামে। ওই যুবক শোভাযাত্রা দেখার জন্য অন্য অনেকের মতো ওই এলাকায় উপস্থিত হয়েছিলেন। অভিযোগ, হেমন্ত বাগদি নামে এক ভিলেজ পুলিশ ওই যুবকের কাছে গিয়ে তাঁর মুখ লক্ষ্য করে একটি শব্দবাজি ছুড়ে দেন। সেই বাজি ফেটে গুরুতর জখম হন যুবক। মুখের ভিতর, ঠোঁটের অংশ দিয়ে রক্ত বেরতে থাকে। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সকলেই প্রথমে হতবাক হয়ে যায়। পরে অভিযুক্ত ওই সিভিক পুলিশকে পাকড়াও করা হয়। জখম যুবককে দ্রুত রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় মারগ্রাম থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ওই অভিযুক্ত ভিলেজ পুলিশকে আটক করে থানায় নিজে যাওয়া হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই যুবকের মুখে নিষিদ্ধ চকোলেট বোম ছোড়া হয়েছিল। যদিও পুলিশ সেই কথা মানতে চায়নি। পুলিশের দাবি, কালিপটকা জাতীয় কিছু ফাটানো হয়েছিল। কিন্তু কেনই বা এমন কাজ ওই ভিলেজ পুলিশ করবেন? তাঁর সঙ্গে কি ওই যুবকের ব্যক্তিগত কোনও শত্রুতা ছিল? নাকি নিছকই মজা? সেই প্রশ্ন উঠেছে।
জখম যুবকের শারীরিক অবস্থা গুরুতর বলে খবর। পরে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি এখন ভর্তি রয়েছেন। ওই যুবকের প্রাণসংশয়ও হতে পারত বলে দাবি তুলেছেন স্থানীয়রা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.