সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুষ্কৃতী তাণ্ডবে ফের অশান্ত ভাটপাড়ার কাঁকিনাড়া এলাকা৷ সূত্রের খবর, মঙ্গলবার দুষ্কৃতীদের ছোঁড়া বোমার স্প্রিন্টারের আঘাতে গুরুতর জখম হয়েছে এক মহিলা-সহ তিন জন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক৷ পরিস্থিতি সামাল দিতে টহলদারি চালাচ্ছে ব়্যাফ ও বিশাল পুলিশ বাহিনী৷
[ আরও পড়ুন: কাটমানি ফেরত চেয়ে কল্যাণের বিরুদ্ধে অশ্লীল পোস্টার, চাঞ্চল্য শ্রীরামপুরে ]
স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে কাঁকিনাড়ার ১২ নম্বর রেল গলিতে হঠাৎ বোমাবাজি করে একদল দুষ্কৃতী৷ বোমা ছুঁড়তে ছুঁড়তে এলাকা ছেড়ে পালায় তাঁরা৷ ছোঁড়া বোমার স্প্রিন্টারের আঘাতেই জখম হন এক মহিলা-সহ তিন জন৷ তাঁদের প্রথমে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে৷ সেখান থেকে তাঁদের স্থানান্তরিত করা হয় কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে৷ এদের মধ্যে দু’জনের অবস্থা স্থিতিশীল হলেও, একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর৷ স্বভাবতই এই বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে এলাকার তৈরি হয় তীব্র উত্তেজনা৷ আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে৷ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনও সাধ্য মতো চেষ্টা করছে পুলিশ ও প্রশাসন৷ এলাকায় টহলদারি চালাচ্ছে ব়্যাফ ও বিশাল পুলিশ বাহিনী৷ সাধারণ মানুষের সঙ্গেও কথা বলে তাঁদের ভয় কাটানোর চেষ্টা করছেন অধিকারিকরা৷
[ আরও পড়ুন: সাধু চক্রের নজরে মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত স্কুলের জমি, অভিযোগ প্রাক্তন বিধায়কের স্ত্রী’র ]
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে থেকেই উত্তপ্ত রয়েছে ভাটপাড়া, কাঁকিনাড়া, জগদ্দল এলাকা৷ গত বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের কার্যালয় মজদুর ভবনের সামনে গুলি ও বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, তৃণমূলের প্রমোদ সিং, সঞ্জয় সিং-এর বিরুদ্ধে৷ ঘটনার সময় মজদুর ভবনে ছিলেন ভাটপাড়ার পুরপ্রধান সৌরভ সিং। তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.