Advertisement
Advertisement
Mohua Moitra

রাত কে হামসফর… বিয়ের পর স্বামী পিনাকীর হাত ধরে হাসিমুখে বলড্যান্স মহুয়ার!

মাস খানেক আগে বার্লিনে ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মহুয়া-পিনাকী।

Viral Video: Mohua Moitra seen to dance with husband Pinaki Mishra just after marriage
Published by: Sucheta Sengupta
  • Posted:June 8, 2025 4:50 pm
  • Updated:June 8, 2025 4:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চাশ পেরিয়ে জীবনে এসেছে দ্বিতীয় বসন্ত। সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। বছর পঁয়ষট্টির আইনজীবী তথা প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকী মিশ্রকে বিয়ে করেছেন। মাসখানেক আগে জার্মানির বার্লিন শহরে চুপিসারেই বিয়ে সেরেছেন মহুয়া-পিনাকী। পরে অবশ্য তাঁদের পরিণয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে আসায় সুখবর জানা গিয়েছে।

Advertisement
Mahua Maitra
বিয়ের পর বার্লিনের রাস্তায় নবদম্পতি।

এবার বিয়ের এক ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, বিয়ের পোশাকে বলড্যান্স করছেন নবদম্পতি। হিন্দি রোমান্টিক গানের তালে পিনাকী মিশ্রের বাহুডোরে হাসিমুখে নাচছেন মহুয়া। দেখেই বোঝা যাচ্ছে, জীবনের এই সুন্দর মুহূর্তটি চুটিয়ে উপভোগ করছেন তাঁরা দু’জনই।

ছবি: ইনস্টাগ্রাম।

গত ৩ মে বার্লিনে ঘরোয়া অনুষ্ঠানে চার হাত এক হয়েছে পিনাকী মিশ্র-মহুয়া মৈত্রর। দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে। দু’জনই রাজনীতিবিদ, দুঁদে যুক্তি-তর্কের মানুষ। চরিত্রের এমন সাদৃশ্যই বোধহয় তাঁদের এক হওয়ার অনুঘটক ছিল! বিয়ের ছবিতে স্পষ্ট, ছিমছাম ভাবেই বিয়ের অনুষ্ঠান হয়েছে। সাক্ষী ছিলেন শুধুমাত্র ঘনিষ্ঠ ও বন্ধুরা। মহুয়ার বিয়ের সাজ হালকা, তবে অনন্য। হালকা গোলাপি শেডের ‘পরিগুল ব্রোকেড বেনারসি’ শাড়িটি বিশেষ কড়ওয়া পদ্ধতিতে বোনা। সঙ্গে মানাসই সাবেকি গয়না। মাথায় বেলফুলের চওড়া মালা। পিনাকীর পরনেও সাধারণ সাদা কুর্তা-পায়জামা, সোনালি জ্যাকেট।

Mahua
বিয়ের অনুষ্ঠানে মহুয়া-পিনাকী। ছবি: মহুয়া মৈত্রর ফেসবুক।

বার্লিনের রাস্তায় একে অপরের হাত ধরে হাঁটতে দেখা গিয়েছিল নবদম্পতিকে। আর এবার তাঁদের বিয়ে উদযাপনের একটি ভিডিও এল প্রকাশ্যে। তাতে দেখা গিয়েছে, পিনাকী-মহুয়া হাসিমুখে বলড্যান্সে মত্ত। জনপ্রিয় ‘রাত কে হামসফর’ গানের সঙ্গে নাচছেন তাঁরা। সাক্ষী কয়েকজন। তাঁরা আবার সদ্য হওয়ার স্বামী-স্ত্রীর এই আনন্দের মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। কেউ মোবাইলে, কেউ ক্যামেরায় ছবি তুলছেন, ভিডিও করছেন। সেটাই পরবর্তী সময় সোশাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। আপাতত পিনাকী মিশ্র, মহুয়া মৈত্র দু’জনই মন দিয়ে দাম্পত্য জীবন কাটাচ্ছেন।

ছবি: ইনস্টাগ্রাম।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement