Advertisement
Advertisement
Basirhat

প্রতি বাড়ি থেকে সংগ্রহ বর্জ্যে তৈরি হবে জৈব সার, পরিবেশ-কৃষির উন্নতিতে বসিরহাটে শুরু প্রকল্প

এরপর আরও পাঁচটি পঞ্চায়েতে এই প্রকল্প চালু হবে।

Waste to be used for organic fertilizer, project begins in Basirhat

প্রকল্পের উদ্বোধনে অতিথিরা। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:June 15, 2025 3:44 pm
  • Updated:June 15, 2025 3:44 pm   

গোবিন্দ রায়, বসিরহাট: প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য পদার্থ এখন আর শুধু দূষণের উৎস নয়—এবার তাই হয়ে উঠছে কৃষির সহায়ক উপাদান। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে বর্জ্য থেকে জৈব সার তৈরির একটি যুগান্তকারী প্রকল্প। এই প্রকল্প শুধু পরিবেশ রক্ষা বা কৃষি সহায়তা নয়, অন্য একটি দিক থেকেও তাৎপর্যপূর্ণ। কারণ, এই ইটিন্ডা গ্রামের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। তাঁর লেখা বহু গল্প, কবিতা ও উপন্যাসে ইটিন্ডার প্রকৃতি, মানুষ ও জীবন উঠে এসেছে স্পষ্টভাবে। এই প্রকল্প সেই সাহিত্যিক ভূমিতে এক নতুন যুগের সূচনা বলেই মনে করছেন অনেকে।

Advertisement

শনিবার এই প্রকল্পের উদ্বোধন করেন বসিরহাটের মহকুমা শাসক আশিস কুমার।  উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট ১ নং ব্লকের বিডিও, ১ নং ব্লকের পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সরিফুল মণ্ডল, পূর্তের কর্মাধ্যক্ষ সফিকুল জমাদার, ইটিন্ডা পানিতর পঞ্চায়েতের প্রধান মেহেরুন্নেসা বিবি। এতদিন শহর ও শহরতলিতে বর্জ্য ব্যবস্থাপনার কিছুটা পরিকাঠামো থাকলেও, সীমান্তের মতো প্রত্যন্ত অঞ্চলে তেমন কিছু ছিল না। এবার সেই শূন্যস্থান পূরণে এগিয়ে এসেছে প্রশাসন ও স্থানীয় নেতৃত্ব। ইটিন্ডা গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্মিত হয়েছে বর্জ্য থেকে জৈব সার তৈরির বিশেষ কেন্দ্র। একদিকে পরিবেশ রক্ষা, অন্যদিকে কৃষকের সার সুবিধা—এই দুই দিককে মাথায় রেখেই এই কেন্দ্রের সূচনা।

স্থানীয় বাসিন্দারা আশাবাদী, এই প্রকল্প আগামী দিনে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি আদর্শ মডেল হয়ে উঠবে। বসিরহাট ১ নম্বর ব্লকের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মদক্ষ শারিফুল মণ্ডল জানান, ভবিষ্যতে এই ধরনের প্রকল্প জেলার অন্যান্য গ্রামেও চালু করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও, বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এদিন আয়োজিত হয় রক্তদান শিবির, যা সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। ১০০ জন রক্তদাতা রক্ত দেন। বসিরহাটের মহকুমা শাসক আশিস কুমার জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতি বাড়ি থেকে বর্জ্য পদার্থ সংগ্রহ করে মেশিনের সাহায্যে সেগুলি প্রক্রিয়াকরণ করা হবে। বসিরহাট ১ ব্লকের দুটি পঞ্চায়েতে এই প্রকল্পের উদ্বোধন করা হল। এরপর আরও পাঁচটি পঞ্চায়েতে এই প্রকল্প চালু হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ