Advertisement
Advertisement
Asansol

দামোদরে ভাঙল ওয়াটার প্রজেক্টের পাইপ লাইন, আসানসোলে তীব্র পানীয় জল সংকটের আশঙ্কা

আটকে পড়েন দুই কর্মী। পরে তাঁদের উদ্ধার করা হয়েছে।

Water project pipeline breaks in Damodar, fears of severe drinking water crisis in Asansol
Published by: Subhankar Patra
  • Posted:July 23, 2025 5:12 pm
  • Updated:July 23, 2025 5:20 pm   

শেখর চন্দ্র, আসানসোল: দামোদর নদীর উপর ভাঙলো কালাঝরিয়া ওয়াটার প্রজেক্টের পাইপ লাইন। বুধবার আসানসোলের বার্নপুরে ভেঙে পড়ে পাইপ লাইন। মাঝ নদীতে বিচ্ছিন্ন হয়ে যায় ওয়াটার প্রজেক্ট। দুর্ঘটনার সময় কাজ করছিলেন দুই কর্মী। তাঁরা আটকে পড়েন। পরে তাঁদের উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই ঘটনার জেরে আসানসোলের অনেক এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা যাবে বলে আশঙ্কা।

Advertisement

পাইপ লাইনের মাধ্যমে গঙ্গার জল পরিশ্রুত করে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। তার অংশ হিসাবে আসানসোলের বার্নপুরে দামোদর নদীর উপর তৈরি করা হয় এই প্রজেক্ট। এখান থেকেই আসনসোলের বিস্তীর্ণ এলাকায় জল পৌঁছে যায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ঠিকমতো রক্ষণাবেক্ষণের কাজ না হওয়ায় এই পাইপ লাইন ভেঙে পড়েছে। সকালে দুর্ঘটনার সময় কাজ করছিলেন দুই কর্মী। তাঁরা আটকে পড়েন। খবর যায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাছে। বোট নিয়ে আটক কর্মীদের উদ্ধার করেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “দিনের বেলায় এই ঘটনা ঘটায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। রাতে হলে ওই কর্মীদের উদ্ধার করা কঠিন হত।” স্থানীয়দের আরও অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালি তোলায় পাইপ লাইনের সেতুর পিলারগুলি আলগা হয়ে ভেঙে পড়েছে। তা জেরেই পরিকাঠামোটি ভেঙে পড়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ