Advertisement
Advertisement

Breaking News

WB By-Election

লড়াইয়ে মহিলা মুখ! কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের

আগামী ১৯ জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন, শাসকশিবিরের প্রার্থী কে?

WB By-Election 2025: TMC announces candidate name in Kaliganj assembly seat

ছবি: সঞ্জিত ঘোষ।

Published by: Sucheta Sengupta
  • Posted:May 27, 2025 10:15 am
  • Updated:May 27, 2025 11:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দুই আগেই রাজ্যের একটি বিধানসভা আসনে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় আগামী ১৯ জুন হবে উপনির্বাচন। মঙ্গলবার সেই লড়াইয়ের প্রার্থী ঘোষণা করে দিল ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেসের তরফে কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী হিসেবে লড়াইয়ে এগিয়ে দেওয়া হয়েছে তরুণ মুখ আলিফা আহমেদকে। জানা যাচ্ছে, তিনি প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা। বাবার শূন্যস্থান পূরণ করতে তাঁর উপরই ভরসা রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

গত ২ ফেব্রুয়ারি নদিয়ার পলাশীর বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন কালীগঞ্জের তৎকালীন তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ওরফে লাল। ৭১ বছর বয়সী বিধায়ককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ২০১১ ও ২০২১ সালে বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ আসন থেকে তৃণমূল প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন নাসিরউদ্দিন। তাঁর মৃত্যুতে কালীগঞ্জ আসন ফাঁকা হয়ে যায়। নিয়ম মেনে সেখানে উপনির্বাচন হচ্ছে। আগামী ১৯ তারিখ দেশের আরও বেশ কয়েকটি আসনের সঙ্গে বাংলার এই আসনটিতেও নতুন করে জনপ্রতিনিধি বেছে নেওয়ার লড়াই হবে।আর সেই লড়াইয়ে প্রয়াত বিধায়কের মেয়েকেই এগিয়ে দিল রাজ্যের শাসকদল। তবে বিরোধী শিবিরে এখনও কোনও প্রার্থী নিয়ে আলোচনা হয়নি বলেই খবর।

পরিবর্তনের হাওয়ায় ২০১১ সালে ‘লাল’ দুর্গ কালীগঞ্জ বিধানসভা আসনটি ছিনিয়ে নিয়েচিল ঘাসফুল শিবির। ২০১৬ সালে এখানে পরাজিত হয় শাসক শিবির। ২০২১ সালে ফের পুরনো প্রার্থী নাসিরউদ্দিন আহমেদকে লড়াইয়ের ময়দানে এনে জয়ের স্বাদ পায় তৃণমূল। এবার তাঁর মৃত্যুতে অসমাপ্ত কাজের ভার তাঁরই মেয়ে আলিফার কাঁধে তুলে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিরোধীদের উড়িয়ে বড় ব্যবধানে  আলিফা এখানে জিতবেন বলেই আশা। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে নতুন বিধায়ক পেল কালীগঞ্জ। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement