Advertisement
Advertisement
WB By-Elections

‘বাবার চেয়েও বড় মার্জিনে জিতব’, কালীগঞ্জ উপনির্বাচনে নিজেকেই চ্যালেঞ্জ তৃণমূলের আলিফার

২০২১ সালের নির্বাচনে আলিফার বাবা নাসিরউদ্দিন আহমেদের লিড ছিল প্রায় ৪৭ হাজার।

WB By-Elections: TMC candidate Alifa Ahmed mobbed by people during campaign in Kaliganj

তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ।

Published by: Sucheta Sengupta
  • Posted:June 1, 2025 3:33 pm
  • Updated:June 1, 2025 3:41 pm   

সঞ্জিত ঘোষ, নদিয়া: ভোটের আগেই যেন জয়লাভ করেছেন! কালীগঞ্জ উপনির্বাচনের প্রচারে বেরিতেই জনতা ঘিরে ধরলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদকে। মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন বৃদ্ধ-বৃদ্ধারা, ফুলের মালা পরিয়ে দিলেন, কচিকাঁচারা তুলল সেলফি। জামাইষষ্ঠীর সকালে এভাবেই প্রচার জমে উঠল কালীগঞ্জে। উলটোদিকে বাম, বিজেপি প্রার্থী ঘোষণা করলেও প্রচার ময়দানে এখনও দেখা মেলেনি তাঁদের। সেদিক থেকে দেখতে গেলে প্রচারেই বিরোধীদের চেয়ে এগিয়ে তৃণমূল। প্রার্থী নিজেই নিজের প্রয়াত বাবাকে স্মরণ করে কার্যত চ্যালেঞ্জের সুরেই জানালেন, ‘বাবার চেয়ে বেশি মার্জিনে ভোটে জিতব।’

Advertisement

নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে গত ২৮ মে প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের শাসকশিবির। সেখানকার প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদের উপরই ভরসা রেখেছে তৃণমূল। আর পরেরদিন, ২৯ তারিখ থেকেই প্রচারে নেমেছেন আলিফা। জামাইষষ্ঠীর দিন, রবিবার সেই প্রচার আরও তুঙ্গে উঠল। এদিন দলের কর্মী, সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়ে জনতার ঘেরাটোপে ধরা পড়লেন। প্রার্থীও মিশে যান কচিকাঁচাদের সঙ্গে। প্রত্যন্ত গ্রামের প্রবীণ নাগরিকরা প্রার্থীকে ঘিরে খুশিতে মেতে ওঠেন। প্রবীণরা তাঁর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। আলিফা আহমেদকে ঘিরে জনতার উন্মাদনা দেখে মনে হচ্ছে যেন তিনি প্রার্থী নন, একেবারে জনপ্রতিনিধিই হয়ে গিয়েছেন।

প্রচারে বেরনো তৃণমূল প্রার্থী আলিফাকে প্রবীণদের আশীর্বাদ। নিজস্ব ছবি।

গত বিধানসভা নির্বাচনে কালীগঞ্জে প্রায় ৪৭ হাজার ভোটে লিড ছিল প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের। এবার উপনির্বাচনে ওই বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী অর্থাৎ নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফার দাবি, ”বাবার রেকর্ড ভেঙে আরও বড় মার্জিনে জয় যুক্ত হয়ে দলকে উপহার দেব।” কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন তৃণমূলের কাছে তেমন চ্যালেঞ্জের কিছু নয় বলে দাবি করছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আরও দাবি, বিরোধীরা এখানে ধোপেই টিকতে পারবে না। তাই আলিফার জয় এখন শুধু সময়ের অপেক্ষা। আগামী ২৩ জুন কালীগঞ্জে সবুজ ঝড় নিয়ে প্রায় নিশ্চিত ঘাসফুল শিবির। দেখার বিষয়, সত্যিই বাবার মার্জিনকে ছাপিয়ে যেতে পারেন কিনা তাঁরই মেয়ে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ