Advertisement
Advertisement
Chief Secretary

আরও ৬ মাস মুখ্যসচিব পদে মনোজ পন্থ, অনুমোদন কেন্দ্রের

মেয়াদ বাড়ল মুখ্যসচিবের।

WB Chief Secretary Manoj Pant will continue for 6 months
Published by: Paramita Paul
  • Posted:June 30, 2025 5:56 pm
  • Updated:June 30, 2025 6:15 pm  

মলয় কুণ্ডু এবং নব্যেন্দু হাজরা: রাজ্যের প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্র। মেয়াদ বাড়ল মুখ্যসচিব মনোজ পন্থের। আরও ছ’মাসের জন্য এই পদে বহাল থাকবেন তিনি। 

আজ, ৩০ জুন, সোমবার মুখ্যসচিব পদে শেষদিন ছিল পন্থের। কিন্তু রাজ্যের প্রস্তাবে সাড়া দিয়ে তাঁর মেয়াদ আরও ছ’মাস বাড়াল কেন্দ্রীয় সরকার। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই পদে বহাল থাকবেন তিনি। উল্লেখ্য, ২০২৪ সালে আগস্টের শেষে মুখ্যসচিব হয়েছিলেন মনোজ পন্থ। তাঁর আমলে পঞ্চায়েত ভোট থেকে লোকসভা নির্বাচন হয়েছে। 

ভগবতী প্রসাদ গোপালিকা পরবর্তী রাজ্যের  মুখ্যসচিব হয়েছেন মনোজ পন্থ। তার আগে অর্থদপ্তরের দায়িত্ব সামলেছেন। ওই বিভাগের সচিব ছিলেন পন্থ। আচমকা গত আগস্টে নবান্নের (Nabanna) তরফে সচিব পদে রদবদল করা হয়। তাতে দেখা গিয়েছিল, অর্থ দপ্তরের মনোজ পন্থকে সরিয়ে তুলনায় কম গুরুত্বপূর্ণ সেচদপ্তরের বদলি করা হয়। তাঁর বদলে রাজ্যের অর্থসচিব করা হয়েছিল প্রভাতকুমার মিশ্রকে। এর ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্যসচিব পদে বসানো হয় ১৯৯১ ব্যাচের এই আইএএস অফিসার মনোজ পন্থকে। 

প্রসঙ্গত, প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রে অর্থমন্ত্রী থাকাকালীন মনোজ পন্থ তাঁর ব্যক্তিগত সচিব ছিলেন। যুগ্ম সচিব পদ মর্যাদার অফিসার হন তিনি। তা ছাড়া ওয়াশিংটনে বিশ্বব্যাঙ্কের সদরদপ্তরের নয়াদিল্লির প্রতিনিধি হিসাবে কাজ করেছিলেন পন্থ। তারপর রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement