Advertisement
Advertisement
Mamata Banerjee

শান্তিনিকেতনের পর জঙ্গলমহল, ৬ আগস্ট ঝাড়গ্রামে ভাষা-মিছিল মমতার

সূত্রের খবর, নেত্রীর কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে জঙ্গলমহলে একদিন আগেই পৌঁছবেন ফিরহাদ হাকিম।

WB CM Mamata Banerjee to visit Jhargram on 6th August

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:July 31, 2025 9:34 am
  • Updated:July 31, 2025 9:36 am  

সুনীপা ভট্টাচার্য, ঝাড়গ্রাম: কবিগুরুর কর্মভূমি শান্তিনিকেতনের পর এবার জঙ্গলমহলের প্রাণকেন্দ্র ঝাড়গ্রামে বাংলা ভাষার উপর বিজেপির ঘৃণ্য আক্রমণের প্রতিবাদে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ আগস্ট ঝাড়গ্রাম শহরের রাজবাড়ির মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত বিশিষ্টদের সঙ্গে নিয়ে ভাষা আন্দোলনের মিছিলে পা মেলাবেন তিনি। আদিবাসীদের পাশাপাশি বিজেপি বিরোধী ওই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হবেন জঙ্গলমহল তথা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সম্প্রদায়, সামাজিক সংগঠন ও সমাজের বিভিন্নস্তরের বিদ্বজ্জনেরাও।

Advertisement

জঙ্গলমহলে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পরবর্তী ভাষা আন্দোলনের পাশাপাশি বিশ্ব আদিবাসী দিবস-সহ একগুচ্ছ কর্মসূচির প্রস্তুতি নিয়ে বুধবার কলকাতায় বিধানসভা ভবনে বৈঠক করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি বিধায়ক দুলাল মুর্মু, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো-সহ জঙ্গলমহলের নেতৃত্ব। সকলকেই মিছিলের রূপরেখা ও কর্মসূচির খুঁটিনাটি এদিন পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেন ফিরহাদ। সূত্রের খবর, নেত্রীর এই কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতিতে একদিন আগেই জঙ্গলমহলে পৌঁছে যাবেন পুরমন্ত্রী। বিধায়ক দেবনাথ হাঁসদা বলেন, “মুখ্যমন্ত্রীর এবারের জঙ্গলমহল সফরে ভাষা আন্দোলনের মিছিল, প্রশাসনিক বৈঠক-সহ একগুচ্ছ কর্মসূচির প্রস্তুতিতে কথা হয়েছে। ঝাড়গ্রামের রাজবাড়ি মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত নেত্রীকে সামনে রেখে ভাষা আন্দোলনের মিছিল হওয়ার কথা, প্রয়োজনে রুট পরিবর্তিত হতে পারে।”

উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগ উঠছে। বাংলা ভাষায় কথা বলায় তাঁদের বাংলাদেশি সন্দেহে অত্যাচার করা হচ্ছে বলেই অভিযোগ। কখনও মারধর, কখনও তাঁদের উপর হামলা, লুটপাট, উপার্জন কেড়ে নেওয়া, কখনও আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ শোনা গিয়েছে। তারই প্রতিবাদে পথে নেমে আন্দোলনে শামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কলকাতা ও শান্তিনিকেতনে দু’টি মিছিল করেছেন তিনি। এবার জঙ্গলমহলে পথে নেমে আন্দোলনের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement