সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাইঘাটার নির্বাচনী (West Bengal Assembly Elections) জনসভা থেকে ঠাকুরবাড়ির পরিবারতন্ত্র্রের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আশ্বাস দিলেন, কোনও বিশেষ পরিবার নয়, সবসময় সমস্ত মতুয়াদের জন্যই কাজ করবেন। বর্তমান করোনা (Covid-19) পরিস্থিতির জন্য দোষারোপ করলেন প্রধানমন্ত্রীকে।
২২ এপ্রিল অর্থাৎ ষষ্ঠদফায় গাইঘাটা (Gaighata) আসনে ভোট। মতুয়া অধ্যুষিত ওই আসনে এবার তৃণমূল প্রার্থী (TMC candidate) করেছে নরোত্তম বিশ্বাসকে। অর্থাৎ ঠাকুর পরিবারের সদস্য নন, এমন এক ব্যক্তি এবার নির্বাচনী লড়াইয়ে। রবিবার গাইঘাটার নির্বাচনী জনসভা থেকে এবিষয়ে মুখ খুললেন মমতা। সব মতুয়ারাই তাঁর কাছে সমান প্রিয় বলে মন্তব্য করেন তিনি। বলেন, “শুধু ঠাকুর পরিবারের কেউ মন্ত্রী হবেন, কেউ সাংসদ, কেউ আবার বিধায়ক, পঞ্চায়েত প্রধান হবেন, এমনটা হতে পারে না। হওয়া উচিতও নয়। মমতাবালা (Mamatabala Thakur) আমাদের সঙ্গেই রয়েছে। তা সত্ত্বেও এবার প্রার্থী করা হয়েছে নরোত্তমকে।” তৃণমূল সুপ্রিমোর কথায়, “বড়মা আমাকে বেশ কয়েকটি চিঠি লিখেছিলেন। তাঁর অবর্তমানে মতুয়াদের দেখে রাখার কথা বলেছিলেন। সেই কথা আমি রাখব।” নাগরিকত্ব ইস্যুকে হাতিয়ার করে মতুয়া ভোট নিজেদের দিকে টানার চেষ্টা করছে বিজেপি (BJP)। সেপ্রসঙ্গে এদিন মোদি-শাহকে (Narendra Modi -Amit shah) বিঁধলেন মমতা। বললেন, “মতুয়ারা প্রত্যেকে নাগরিক। বিজেপি মিথ্যে নাগরিকত্বের প্রতিশ্রুতি দিচ্ছে। নির্বাচনের পর পালিয়ে যাবে।”
এদিনের সভা থেকে রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। মোদি-শাহকে আক্রমণ করে বলেন, “প্রতিদিন দেশে লক্ষ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। দেশের মানুষের কথা না ভেবে ওঁরা বাংলা দখল করতে ব্যস্ত।” রাজ্য ভ্যাকসিন (COVID-19 Vaccine) চাইলেও কেন্দ্র তা দেয়নি বলে এদিন ফের অভিযোগ করেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.