বিক্রম রায়, কোচবিহার: আবার সেই শীতলকুচি। ফের ভারতীয় এক কৃষককে দিনভর বাংলাদেশে আটকে রাখার অভিযোগ। অবশেষে বিএসএফ ও বিজিবির বৈঠকে ছাড়া হল কৃষককে। পুলিশ তাঁকে উদ্ধার করেছে। রাতে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
বাংলাদেশে আটকে পড়া কৃষক শীতলকুচির খলিসামারী গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি গ্রামের বাসিন্দা। এই গ্রামে দীর্ঘ এলাকায় কাঁটাতার নেই। পাশ দিয়েই বয়ে গিয়েছে নদী। নদীতে এখন খুব জল থাকায় মাঝে মধ্যেই ওপার থেকেই বাংলাদেশিরা পশ্চিমবাংলায় প্রবেশ করে বলে অভিযোগ। এই সীমান্ত লাগোয়া এলাকায় চাষের জমি রয়েছে বাংলাদেশে ঢুকে যাওয়া কৃষকের।
বুধবার সকালে তিনি জমিতে কাজে যান। সেই সময় বাংলাদেশি গবাদি পশু তাঁর জমিতে চলে আসে। তাদের তাড়াতে গিয়ে ভুলবশত বাংলাদেশে ঢুকে যান কৃষক। অভিযোগ, সেই সময় তাঁকে আটক করে বাংলাদেশিরা। সেখানে তাঁকে দিনভর আটকে রাখা হয়। পরে তুলে দেয় বিজিবির হাতে তুলে দেওয়া হয়।
এই ঘটনা জানার পর বিএসএফের তরফে বৈঠক করা হয় বিজিবির সঙ্গে। দীর্ঘ ফ্ল্যাগ মিটিংয়ের পর কৃষককে ছেড়ে দেওয়া হয়। বিএসএফ কৃষককে পুলিশের হাতে তুলে দিয়েছে। কী ঘটেছিল সব খতিয়ে দেখছে পুলিশ। রাতেই কৃষককে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলেই খবর। শীতলকুচিতে বারবার এই রকম কাণ্ড ঘটায় নিরাপত্তা নিয়ে স্থানীয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.