Advertisement
Advertisement
WB Governor

‘পরিস্থিতি শান্ত, এসএসবি ওদের কাজ করছে’, প্যানিট্যাঙ্কি ঘুরে প্রতিক্রিয়া রাজ্যপাল বোসের

এদিকে এখন উত্তরবঙ্গেই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

WB Governor satisfied with SSB role in India-Nepal border

ফাইল চিত্র

Published by: Subhankar Patra
  • Posted:September 10, 2025 6:57 pm
  • Updated:September 10, 2025 9:54 pm   

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: নেপালের গণঅভ্যুত্থান। গদিচ্যুত কেপি শর্মা ওলি। চাপা উত্তেজনা ইন্দো-নেপাল সীমান্তে। এই অবস্থায় বুধবার নেপাল সীমান্ত পানট্যাঙ্কিতে পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন, “সবদিক খতিয়ে দেখা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। পরিস্থিতি শান্ত রয়েছে। এসএসবি তাদের কাজ দায়িত্ব সহকারে করছে।”

Advertisement

নেপালের অশান্তির জন্য বন্ধ রাখা হয়েছে পানিটাঙ্কি সীমান্ত। সারাদিন ইন্দো-নেপাল সীমান্তের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিনের শেষে সাংবাদিকরা রাজ্যপালকে প্রশ্ন করেন পরিস্থিতি কেমন? বোস জানান, “সবই কিছুই শান্ত রয়েছে। আমাদের এসএসবি যথেষ্ট শক্তিশালী। তারা নিজেদের কাজ ভালোভাবে করছে।” সাংবাদিকরা আরও প্রশ্ন করেন, নেপালে অনেক ভারতীয়দের আটকে থাকার খবর পাওয়া যাচ্ছে, তার জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? উত্তরে রাজ্যপাল জানান, “এটা সম্পূর্ণ ভারত সরকারের বিষয়। সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।”

এদিকে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে নেপালের দূরত্ব খুব বেশি নয়। তাই সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। সে কারণে উদ্বিগ্ন মুখ্য়মন্ত্রী। বুধবার রাতে জলপাইগুড়িতেই থাকবেন তিনি। কিছু কাজ থাকায় মুখ্যসচিব ফিরবেন কলকাতায়। শান্তি ফিরলে হয়তো বৃহস্পতিবার শহরে ফিরবেন মমতা। নইলে সিদ্ধান্ত বদল। এই সময় জেলাশাসক ও জেলা পুলিশ সুপারদের সতর্ক থাকতে বলা হয়েছে। তিনি বলেন, “কেউ কেউ মাছ ধরতে জলে নামবে, আমি বলব সতর্ক থাকতে। কেউ কেউ নিজের স্বার্থে এই কাজগুলি করে। সঙ্গে একটা ইস্যু রাখে। নেপালে বামপন্থী সরকার। আমাদের বামেদের সঙ্গে সম্পর্ক নেই।” এদিকে মমতার নির্দেশে গৌতম দেব ও উদয়ণ গুহ সীমান্তবর্তী এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ