Advertisement
Advertisement
Vishwakarma Puja

পরিযায়ী শ্রমিকদের সম্মানে বিশ্বকর্মা পুজোয় সরকারি ছুটি, ঘোষণা মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় X হ্যান্ডেলেও এই ছুটি ঘোষণার কথা জানান।

WB govt announces holiday for Vishwakarma Puja
Published by: Sayani Sen
  • Posted:September 10, 2025 9:14 pm
  • Updated:September 10, 2025 9:40 pm   

মলয় কুণ্ডু: আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোয় ছুটি ঘোষণা রাজ্য সরকারের। বুধবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় X হ্যান্ডেলেও এই ছুটি ঘোষণার কথা জানান।

Advertisement

সম্প্রতি ভিনরাজ্যে গিয়ে বাংলায় কথা বলায় শ্রমিকদের হেনস্তার অভিযোগ উঠেছে। তা নিয়ে সরগরম রাজনৈতিক মহল। পথে নেমে প্রতিবাদে শামিল হন মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনে ‘শ্রমশ্রী’ প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের আওতাধীন পরিযায়ী শ্রমিকরা রাজ্য়ে ফেরার পর যতদিন না কাজের সুযোগ পাচ্ছেন ততদিন প্রতি মাসে ৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। এছাড়া স্বাস্থ্যসাথী-সহ রাজ্যের পরিষেবামূলক প্রকল্পের আওতাধীন তাঁরা। এবার সেই পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোয় ছুটি ঘোষণা করে মুখ্যমন্ত্রী।

বর্তমানে জলপাইগুড়িতে রয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন একগুচ্ছ কর্মসূচি ছিল। X হ্যান্ডেলে মমতা জানান, “আলিপুরদুয়ারের লঙ্কাপাড়া চা বাগানের ১ হাজার ১০৬টি পরিবারের হাতে চা সুন্দরী প্রকল্পে নির্মিত বাড়ির কাগজ তুলে দেওয়া হয়েছে। এই প্রকল্পে জলপাইগুড়ি জেলায় ১,০৫৩টি এবং আলিপুরদুয়ার জেলায় ২,৯৬৯টি বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। এছাড়াও, চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পেও প্রায় ২২ হাজার বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।” এবার চা বাগান কর্মীদের জন্য ২০ শতাংশ বোনাসের ঘোষণাও করা হয়। এছাড়া এই সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, রূপশ্রী-সহ আরও অনেক প্রকল্পের সুবিধা ১ লক্ষ ৫৫ হাজার মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়। ধর্মীয় পর্যটনকে গুরুত্ব দিয়ে দেবী চৌধুরানি থেকে জল্পেশ মন্দির পর্যন্ত ট্যুরিজম সার্কিট তৈরির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ