বিক্রম রায়, কোচবিহার:ভোটের আগে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। গ্রেপ্তার জেলাপরিষদের বিজেপি প্রার্থী। পুরনো মামলায় গ্রেপ্তার বলেই জানিয়েছে পুলিশ। যদিও গ্রেপ্তারি নিয়ে শুরু তীব্র রাজনৈতিক চাপানউতোর।
ধৃত তরণীকান্ত বর্মন, কোচবিহারের দিনহাটার ২ নম্বর ব্লকের নাজিরহাটের ২৬ নম্বর আসনে জেলাপরিষদের বিজেপি প্রার্থী। আগে তৃণমূল করতেন তিনি। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য। তবে পঞ্চায়েত ভোটে টিকিট পাননি। তাই ভোটের (Bengal Panchayat Election) দিনক্ষণ ঘোষণার পর মনোনয়ন পর্বে দলবদল করেন। নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগ তাঁর। এরপর বিজেপি তাঁকে প্রার্থী করে।
বিজেপির হয়ে প্রচারও শুরু করেছিলেন তিনি। তবে সুর কাটল বুধবার রাতে। সালমারা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, পুরনো একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও বিজেপির তরফে সেই দাবি নস্যাৎ করে দেওয়া হয়েছে। ভোটের আগে দলবদল এবং হেরে যাওয়ার ভয়ে তরণীকান্তকে চক্রান্ত করে গ্রেপ্তার করানো হয়েছে বলেই দাবি গেরুয়া শিবিরের। তৃণমূল অবশ্য বিজেপির দাবি খারিজে ব্যস্ত। পুলিশ প্রয়োজন মনে করায় গ্রেপ্তার করেছে বলেই পালটা ঘাসফুল শিবিরের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.