ফাইল ছবি।
বিক্রম রায়, কোচবিহার: ক্যানিং, ভাঙড়ের পর ভোট ‘সন্ত্রস্ত’ কোচবিহারের দিনহাটায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজনৈতিক হিংসায় নিহত দুই বিজেপি কর্মীর বাড়িতে যান। রাজ্যপালের সামনে কেঁদে ফেলেন স্বজনহারারা। রাজ্যপাল কেন বেছে বেছে শুধুমাত্র নিহত বিজেপি কর্মীদের বাড়িতে গেলেন, তা নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর।
শুক্রবার সন্ধেয় কোচবিহারে পৌঁছন রাজ্যপাল। কোচবিহার সার্কিট হাউসে ছিলেন। নিরাপত্তার দাবিতে শনিবার সকালে সার্কিট হাউসের বাইরে ভিড় জমান সিপিএম, কংগ্রেস, বিজেপি-সহ বিজেপি প্রার্থীরা। সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও যান। নালিশ জানান রাজ্যপালকে। তবে নিরাপত্তার দাবি জানাতে গিয়ে ঘাড়ধাক্কা খেতে হয় সিপিএম এবং কংগ্রেস কর্মী-সমর্থকদের।
নিশীথের সঙ্গে সাক্ষাতের পর কোচবিহারের এক নার্সিংহোমে যান রাজ্যপাল। সেখানে রাজনৈতিক হিংসায় জখম নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন। এরপর দিনহাটার নিহত বিজেপি কর্মী প্রশান্ত রায় বসুনিয়া এবং সাহেবগঞ্জের টিয়াদহের শম্ভু দাসের বাড়িতে যান রাজ্যপাল। নিহত দুই বিজেপি কর্মীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। স্বজনহারারা রাজ্যপালের সামনে কেঁদে ফেলেন। ভোটের (WB Panchayat Vote 2023) আগে রাজ্যপালের জেলা সফর নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু জোর চাপানউতোর। বেছে বেছে কেন নিহত বিজেপি কর্মীদের বাড়িতেই যাচ্ছেন রাজ্যপাল, সেই প্রশ্ন তোলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.